
শেরপুরঃ শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে উদযাপিত হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫।
২৮ শে মে বুধবার সকালে এ উপলক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ওশ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায়
বণাঢ্য র্্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: নাহিদুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবরিনা আফরিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: নুর ইসলাম , উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন সাগর। এছাড়াও বানিবাইদ আব্দুল্লাহ আল মাহমুদ পাবলিক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক রেজাউল করিম, নার্সিং সুপারভাইজার রহিমা খাতুন, এস,এসিএমও মনিরুজ্জামান, এমটিইপিআই মোন্তাসির আহমেদ, এমপি ল্যাব মাহবুবুল আলম শাহীন, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক একেএম মাসুদুর রহমান সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ বৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।