০৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অভিমান

 

ছোট বেলা যখন আমি স্কুলে যেতাম,
বাবা,মা র কাছে অনেক কিছু আবদার করিতাম।
যখন তারা আমার আবদার পূরণ করতে ব্যর্থ,
আমি অভিমান করে হয়েছিলাম ক্ষুধার্থ।
আমি যখন অভিমান করে ফিরতাম ঘরে করতাম বাড়াবাড়ি,
মা বলতো কিরে খোঁকা কেন হলো এতো দেরি, বাঁচবার যদিচাস বল তারাতারি।
যতই থাকি না কেন অভিমান করে,
মা বলবে তোর অপেক্ষায় আছি ভাত খাঁব একসাথে।
আমি যখন কর্মজীবন শুরু করলাম একা,
বাবা-মা ছাড়াও বন্ধু-বান্ধব,আত্মীয়-স্বজন
সবাই বলে চাকরি পেয়ে ভুলে গেলি নাকি এলাকা।
ছোট হোক বড় হোক কর্ম করে খায়,
সবারই আশা থাকে যেন তারা কিছু পায়।
দিতে পারলেই ভালো, না দিতে পারলেই খারাপ,
চাকরি করে টাকা পয়সা কি করে,সবার মুখেই আলাপ।
যে চাকুরী করে সেই বুঝে, টাকার কত জ¦ালা,
অভিমান করে লাভ নেই, এইবার বুঝ ঠেলা।

****সমাপ্তি***

Tag :
About Author Information

জনপ্রিয়

পূর্ব ইসদাইরের জলাবদ্ধতা নিরসন ও রাস্তার উন্নয়নের আশ্বাস ডিসি’র

অভিমান

প্রকাশের সময়ঃ ০৫:৪৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

 

ছোট বেলা যখন আমি স্কুলে যেতাম,
বাবা,মা র কাছে অনেক কিছু আবদার করিতাম।
যখন তারা আমার আবদার পূরণ করতে ব্যর্থ,
আমি অভিমান করে হয়েছিলাম ক্ষুধার্থ।
আমি যখন অভিমান করে ফিরতাম ঘরে করতাম বাড়াবাড়ি,
মা বলতো কিরে খোঁকা কেন হলো এতো দেরি, বাঁচবার যদিচাস বল তারাতারি।
যতই থাকি না কেন অভিমান করে,
মা বলবে তোর অপেক্ষায় আছি ভাত খাঁব একসাথে।
আমি যখন কর্মজীবন শুরু করলাম একা,
বাবা-মা ছাড়াও বন্ধু-বান্ধব,আত্মীয়-স্বজন
সবাই বলে চাকরি পেয়ে ভুলে গেলি নাকি এলাকা।
ছোট হোক বড় হোক কর্ম করে খায়,
সবারই আশা থাকে যেন তারা কিছু পায়।
দিতে পারলেই ভালো, না দিতে পারলেই খারাপ,
চাকরি করে টাকা পয়সা কি করে,সবার মুখেই আলাপ।
যে চাকুরী করে সেই বুঝে, টাকার কত জ¦ালা,
অভিমান করে লাভ নেই, এইবার বুঝ ঠেলা।

****সমাপ্তি***