নারায়ণগঞ্জঃ সিদ্ধিরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে মিলাদ মাহফিল ও তাবারক বিতরণ করা হয়েছে।
রবিবার (১ জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জের নাসিক ৩ নম্বর ওয়ার্ডের সানারপাড় লন্ডন মার্কেট এলাকায় ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ মিলাদ মাহফিল ও তাবারক বিতরণ করা হয়।
নাসিক ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তৈয়ব হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. মাসুদ করিমের সার্বিক তত্ত্বাবধানে উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আল আমিন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়া, সদস্য আলী ভূঁইয়া, আব্দুল হক, সুমন মুন্নাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho