
মানিকগঞ্জঃ মানিকগঞ্জের হরিরামপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম বাবুকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে জেলা কমিটি।
সোমবার (৯ জুন) ছাত্রদলের মানিকগঞ্জ জেলা কমিটির দপ্তর সম্পাদক মোঃ শোয়েব হোসেন শান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
রেজাউল ইসলাম বাবু হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুল রহমান খান সজীব এই বহিষ্কার আদেশ অনুমোদন করেন। প্রেস বিজ্ঞপ্তিতে রেজাউল ইসলাম বাবুর সাথে জেলা ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের কোন রূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
##