০৬:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রোজার আগে নির্বাচনের প্রস্তাব দিলেন তারেক রহমান

  • ডেস্ক নিউজঃ
  • প্রকাশের সময়ঃ ০৭:৫৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

ঢাকাঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী রমজান মাসের আগেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তাব দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা জানিয়েছেন, প্রয়োজনীয় সংস্কার করা গেলে রমজান শুরুর আগের সপ্তাহেই নির্বাচন আয়োজন করা যেতে পারে।

লন্ডনের পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে শুক্রবার (১৩ জুন) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি এ প্রস্তাব দেন।

প্রধান উপদেষ্টা বলেন, প্রস্তুতি সম্পন্ন হলে আগামী বছরের রোমজান শুরুর আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সে সময়ের মধ্যে সংস্কার ও বিচারের পর্যাপ্ত অগ্রগতি প্রয়োজন হবে।

এর আগে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেড় ঘণ্টার বৈঠক করেন। শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হয়ে দেড় ঘণ্টা পর বিকাল তিনটা ৪০ মিনিটে শেষ হয়।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

বিকেএসপিতে জুলাই গণঅভ্যূত্থান  ও শহীদ দিবস পালিত

রোজার আগে নির্বাচনের প্রস্তাব দিলেন তারেক রহমান

প্রকাশের সময়ঃ ০৭:৫৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫

ঢাকাঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী রমজান মাসের আগেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তাব দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা জানিয়েছেন, প্রয়োজনীয় সংস্কার করা গেলে রমজান শুরুর আগের সপ্তাহেই নির্বাচন আয়োজন করা যেতে পারে।

লন্ডনের পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে শুক্রবার (১৩ জুন) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি এ প্রস্তাব দেন।

প্রধান উপদেষ্টা বলেন, প্রস্তুতি সম্পন্ন হলে আগামী বছরের রোমজান শুরুর আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সে সময়ের মধ্যে সংস্কার ও বিচারের পর্যাপ্ত অগ্রগতি প্রয়োজন হবে।

এর আগে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেড় ঘণ্টার বৈঠক করেন। শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হয়ে দেড় ঘণ্টা পর বিকাল তিনটা ৪০ মিনিটে শেষ হয়।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।