০৫:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নোঙ্গর বাস ইস্যুতে জবিতে জরুরি সভা, শিক্ষার্থীদের জন্য ৮ নির্দেশনা 

 

জবিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)-নরসিংদী পরিবহন ‘নোঙ্গর’ বাসে শিক্ষার্থীদের জড়িত সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রেক্ষিতে আজ এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংশ্লিষ্ট কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সভাপতিত্বে আয়োজিত এ তাৎক্ষণিক সভায় শিক্ষার্থীদের অভিযোগ ও সমাধান নিয়ে বিস্তর আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোঃ মিজানুর রহমান, ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের চেয়ারম্যান ড. শারমীন আখতার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মাহ্‌মুদা খানম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক এবং পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক।

সভায় শিক্ষার্থীরা গত ফেব্রুয়ারি মাস থেকে সংঘটিত বিভিন্ন অভিযোগ ও সমস্যার বিষয়গুলো বিস্তারিতভাবে উপস্থাপন করেন। তারা নিজ নিজ বক্তব্যে সংশ্লিষ্ট ঘটনার জন্য দুঃখ প্রকাশ এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না করার প্রতিশ্রুতি দেন।

সভায় উপস্থিত বিভাগীয় চেয়ারম্যানরা ও কমিটির আহ্বায়ক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও শৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এ সময় শিক্ষার্থীদের জন্য আট দফা শর্তাবলী উপস্থাপন করা হয়, যা সকল শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে মেনে চলার অঙ্গীকার করেন।

পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক এই নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করবেন বলে জানানো হয়। সভার শেষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, ভবিষ্যতে এ ধরনের অনভিপ্রেত কোনো ঘটনা ঘটলে তা আইনানুগভাবে নিষ্পত্তি করা হবে।

Tag :
About Author Information

জনপ্রিয়

বিকেএসপিতে জুলাই গণঅভ্যূত্থান  ও শহীদ দিবস পালিত

নোঙ্গর বাস ইস্যুতে জবিতে জরুরি সভা, শিক্ষার্থীদের জন্য ৮ নির্দেশনা 

প্রকাশের সময়ঃ ০৪:৫৬:০২ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫

 

জবিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)-নরসিংদী পরিবহন ‘নোঙ্গর’ বাসে শিক্ষার্থীদের জড়িত সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রেক্ষিতে আজ এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংশ্লিষ্ট কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সভাপতিত্বে আয়োজিত এ তাৎক্ষণিক সভায় শিক্ষার্থীদের অভিযোগ ও সমাধান নিয়ে বিস্তর আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোঃ মিজানুর রহমান, ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের চেয়ারম্যান ড. শারমীন আখতার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মাহ্‌মুদা খানম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক এবং পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক।

সভায় শিক্ষার্থীরা গত ফেব্রুয়ারি মাস থেকে সংঘটিত বিভিন্ন অভিযোগ ও সমস্যার বিষয়গুলো বিস্তারিতভাবে উপস্থাপন করেন। তারা নিজ নিজ বক্তব্যে সংশ্লিষ্ট ঘটনার জন্য দুঃখ প্রকাশ এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না করার প্রতিশ্রুতি দেন।

সভায় উপস্থিত বিভাগীয় চেয়ারম্যানরা ও কমিটির আহ্বায়ক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও শৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এ সময় শিক্ষার্থীদের জন্য আট দফা শর্তাবলী উপস্থাপন করা হয়, যা সকল শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে মেনে চলার অঙ্গীকার করেন।

পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক এই নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করবেন বলে জানানো হয়। সভার শেষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, ভবিষ্যতে এ ধরনের অনভিপ্রেত কোনো ঘটনা ঘটলে তা আইনানুগভাবে নিষ্পত্তি করা হবে।