সাভারঃ শুক্রবার বিকালে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ১৬ জুন সোমবার দিবাগত রাত দেরটার দিকে আশুলিয়ার বাইশমাইল এলাকার ঘোড়াপীর মাজার সড়কে চারজন অজ্ঞাত দুর্বৃত্ত রিকশা থামিয়ে যাত্রী ছন্দা আক্তার কে রিকশা থেকে নামিয়ে এলোপাতাড়ি মারধর করে তার কাছ থেকে নগদ ১৫০০ টাকা, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ও একটি বাটন মোবাইল লুট করে পালিয়ে যায়।
পরে এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা রুজু হলে। পুলিশের একটি টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত মিন্টু প্রামানিক ও ইউসুফ আলীকে গ্রেফতার করে। এবং তাদের কাছ থেকে লুন্ঠিত মোবাইল উদ্ধার, ধারালো চাকু ও লাঠি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মিন্টুর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি ও দস্যুতার ৮টি এবং ইউসুফের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho