
গাজীপুরঃ গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন ৪নং ওর্য়াডের সারাবো কোচপাড়া এলাকায় আলম মিয়া(৪২) নামের ব্যক্তির পৈত্রিক ৪০ শতাংশ জমি জোর পূর্বক দখল করে গাছ কর্তন ও সাইনর্বোড দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক রাজুর বিরুদ্ধে ।প্রতিবাদে বুধবার দুপুরে মানবন্ধন করেছে ওই ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী ।
ভুক্তভোগী পরিবারের পক্ষে রাজীব আহমেদ এর সভাপতিত্বে মানবন্ধনে এসময় বক্তব্য রাখেন জমির মালিক মোঃ আলম মিয়া,রুমি আক্তার, আনোয়ার হোসেন লিটন, ফয়সাল আহমেদ রায়হান প্রমুখ ।
মানববন্ধনে বক্তারা বলেন প্রায় ১০০ বছর ধরে পৈত্রিক ৬১ শতাংশ জমি ভোগ দখল করে আসছেন । যার গোবিন্দবাড়ি মৌজার এস এ খতিয়ান ৩৮৭,আর এস খতিয়ান ৫১৬,এস এ ৪৪২ নং আর এস ৬৬৩ দাগে ।এদিকে ১ মাস আগে আলম মিয়া তার নিজ জমিতে স্থাপনা তৈরি করতে গেলে স্থানীয় ওই বিএনপি নেতা তার লোকজন নিয়ে আলম কে বাড়ি তৈরিতে বাধা দেয় ও দশ লাখ টাকা চাঁদা দাবি করেন । এদিকে চাদা দিতে অশিকৃতি জানালে ওই বিএনপি নেতা লোকজন নিয়ে ৪০ শতাংশ জমিতে সাইনর্বোড দিয়ে জোরপূর্বক দখল করার চেষ্টা করেন ও ওই জমিতে থাকা বিভিন্ন জাতের ফলের গাছ কেটে নেয় । এদিকে বিষয়টি নিয়ে আলম মিয়া বাদি হয়ে কাশিমপুর থানায় আব্দুর রাজ্জাককে প্রধান আসামি করে অজ্ঞাত আরো ২০ /২৫ জনের নামে, মামলা দায়ের করেন । মামলা দায়ের পর আব্দুর রাজ্জাক ক্ষিপ্ত হয়ে ওই ভুক্তভোগী পরিবারকে মামলা তুলে নিতে হুমকি প্রদান করে আসছেন ।মামলা তুলে না দিলে বা জমিতে নির্মান প্রাচির তৈরিতে বাধা দিলে আসলে প্রান নাশের হুমকি দেয় ও তার সন্তানদের তুলে নেয়ার হুমকি দেয় ।এদিকে ভয়ে ১ মাস ধরে তিন সন্তানের স্কুল ও কলেজে যাতায়াত বন্ধ রয়েছে । ওই ভুক্তভোগী পরিবার আরো জানান থানায় অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি ।
ভুক্তভোগী আলম মিয়া বলেন আমার পৈত্রিক সম্পতি যা আমার বাবা দাদার আমল দেখে ভোগ দখল করে আসছি ।সেখানে ওই রাজ্জাক কিভাবে জমি দখল করেন আমরা তো জমি বিক্রি করিনি ।তাছাড়া এই রাজ্জাকের কাজ হলো মানুষের জমি দখল করা ,মানুষের কাছ থেকে চাদাঁ করা ।আমার কাছেও ১০ লাখ টাকা চেয়েছিলো আমি দিতে রাজি হয়নি বলে তারা আমার জমিতে জোর র্পূবক ভাবে সাইনবোড নিয়েছে এবং জমিতে থাকা প্রায় দুই লাখ টাকার ফলের গাছ কেটে ফেলেছে । বাধা দিতে গেলে রাজ্জাকসহ তাদের লোকজন আমকে ও আমার পরিবারের সদস্যদের উপর হামলা চালায় । বিগত আ’লীগ সরকারের আমলে সাবেক মেয়র জাহাঙ্গীর এর সাথে থেকে বিভিন্ন সময় মানুষের জমি দখল করেছে। এখন বিএনপির নেতা সেজে আমাদের জমি দখল করছে । পুলিশের কাছে অভিযোগ করেও কোন প্রতিকার পাইনি । এখন পরিবার পরিজন নিয়ে ভয়ে আছি ।আমি এর সুষ্ট বিচার চাই