সাভারঃ আশুলিয়ায় ছিনতাই, গুলি,বিদেশি পিস্তল, ধারালো অস্ত্রসহ সন্ত্রাসী শামীম শেখ ওরফে মুন্না শেখকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
এছাড়াও শিল্পাঞ্চল আশুলিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে পাঁচ লক্ষ টাকা ছিনতাই করেছে দুর্বৃওরা।
সোমবার (৩০ জুন) দুপুরে আশুলিয়ার জামগড়ার ইর্স্টান হাউজিং সংলগ্ন এম এস গলির জনৈক রিপন এর বাড়ির দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে স্বপনের রুম থেকে একটি বিদেশী পিস্তল,দুই রাউন্ড গুলি,একটি চাইনিজ কুড়াল,একটি দা,তিনটি ছুরি ও একটি লোহার পাইপসহ সন্ত্রাসী শামীম শেখ ওরফে মুন্না শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উল্লেখ্য, শামীম শেখ ওরফে মুন্না শেখ আশুলিয়ার ভূমিদস্যু এম এ মতিনের অস্ত্রধারী ক্যাডার হিসেবে কাজ করত। এম এ মতিনের অবৈধ জমি আগলে রাখতে অস্ত্রের মহড়া দিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করে রাখত। গত কাল গাজিরচটে গোলা গুলির ঘটনায় তার সম্পৃক্ততা ছিল বলে গোয়েন্দা সূত্রে যানা যায়।
সকালে আশুলিয়ার নিরিবিলি এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সূত্র জানায়, সকালে আশুলিয়ার নবীনগর সোনালি ব্যাংক পিএলসি সাভার ক্যান্টনমেন্ট শাখা থেকে পাঁচ লক্ষ টাকা উত্তোলন করে খেজুরটেক এলাকার কুয়েত প্রবাসী লিটন মিয়ার স্ত্রী রাবেয়া আক্তার বিউটি । তিনি অটোরিকসা যোগে খেজুরটেক যাওয়ার জন্য রওয়ানা দেন। এসময় তিনি ঢাকা আরিচা মহাসড়কের নিরিবিলি এলাকায় পৌছলে একদল দুর্বৃও তার অটোরিকসা থামিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে প্রকাশ্যে পাঁচ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। টাকা ছিনতাই এর খবর শুনে স্বামী অসুস্থ হয়ে পড়েছেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এ ছাড়া, আশুলিয়ার জামগড়া এলাকায় গভীর রাতে ৫ যুবককে এলোপাথারী ভাবে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। পরে আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। কি কারণে এ ঘটনা তদন্ত করছে পুলিশ।
এবিষয়ে আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন,এসব ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho