শেরপুরঃ শেরপুরের ঝিনাইগাতীতে আমদানি নিষিদ্ধ ভারতীয় ২৭৬বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি'র অধীনস্থ হলদীগ্রাম বিওপি’।
সোমবার (৩০জুন) ভোরে উপজেলার সন্ধ্যাকুড়া এলাকা থেকে এসব মদ উদ্ধার করা হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি'র অধিনায়ক লেঃ কর্ণেল মেহেদী হাসান পিপিএম জানায়, গোপনে সংবাদ পেয়ে হলদীগ্রাম বিওপি’র একটি টহল দল অভিযান চালিয়ে উপজেলার সন্ধ্যাকুড়া এলাকা থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় ২৭৬বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এসময় মাদক পাচারকারিরা বিজিবি'র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। উদ্ধারকৃত মদের বর্তমান বাজার মূল্য ৪ লাখ ১৪হাজার টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি'র অধিনায়ক লেঃ কর্ণেল মেহেদী হাসান পিপিএম এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির সেনারা দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে আসছে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho