সাভারঃ সাভারে পরিবেশ অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ পলিথিন প্রদর্শন ও বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানার পাশাপাশি প্রায় আড়াই হাজার কেজি পলিথিন জব্দ করা হয়েছে।
সোমবার (৩০ জুন) দুপুরে সাভার নামাবাজারে এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসাবে সাভার নামাবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ পলিথিন প্রদর্শন ও বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠান থেকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া জব্দ করা হয়েছে প্রায় আড়াই হাজার কেজি পলিথিন।
পরবর্তীতে এসব প্রতিষ্ঠানগুলো একই অপরাধ করলে আবারও অভিযান পরিচালনা করে তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও ব্যবসায়ীদের সতর্ক করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম।
এসময় পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক নয়ন কুমার রায়সহ সাভার মডেল থানা পুলিশ ও র্যাব-৪ এর সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho