নারায়ণগঞ্জ: বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জে রিকশাচালক তুহিন হত্যা মামলায় সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর রিমান্ড আবেদনের ওপর শুনানি আগামী ৭ জুলাই অনুষ্ঠিত হবে।
সোমবার (৩০ জুন) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঈনুদ্দিন কাদেরের আদালত এই আদেশ দেন। এ সময় কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়ালি আদালতে যুক্ত করা হয় আইভীকে।
উচ্চ আদালতে জামিন আবেদন, তাই রিমান্ড স্থগিত
শুনানির সময় আইভীর আইনজীবীরা আদালতকে জানান, গত ২৩ মে উচ্চ আদালতে (হাইকোর্ট) তার জামিনের জন্য আবেদন করা হয়েছে। বিচারক তখন বলেন, উচ্চ আদালতে জামিন আবেদন বিবেচনাধীন থাকায় বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রিমান্ড মঞ্জুর করা যাবে না।
মামলার প্রেক্ষাপট
গত বছরের ২০ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন রিকশাচালক তুহিন (৩৬)। এই ঘটনায় নিহতের স্ত্রী আলেয়া আক্তার মীম গত বছর ১৩ সেপ্টেম্বর ৯৯ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় আইভী ১১ নম্বর অভিযুক্ত।
আইভীর আইনজীবীর বক্তব্য
আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, রিকশাচালক তুহিন হত্যা মামলায় আইভী ১১ নম্বর অভিযুক্ত। মামলার এজাহারে হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো সম্পৃক্ততার কথা উল্লেখ নেই। তিনি আরও বলেন, “আমরা তার জামিনের জন্য উচ্চ আদালতে (হাইকোর্টে) আবেদন করেছি। সেটি বিবেচনায় নিয়েই বিচারক রিমান্ড শুনানি আগামী ৭ জুলাই ধার্য করেছেন।”
রাষ্ট্রপক্ষের দাবি
এদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক নয়ন বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনে শামীম ওসমান ও আইভীর নির্দেশে সিদ্ধিরগঞ্জের শিমরাইলে হামলা চালানো হয়। এসময় গুলিতে রিকশাচালক তুহিন মারা যান।”
তিনি জানান, এই মামলায় পুলিশ আইভীর সাত দিনের রিমান্ড আবেদন করেছে। তবে অভিযুক্তের আইনজীবীরা এর আগে উচ্চ আদালতে জামিন আবেদন করায় আদালত পরবর্তী শুনানি ৭ জুলাই নির্ধারণ করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho