সাতক্ষীরাঃ সাতক্ষীরা প্রেস ক্লাবে সাধারণ সভায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে বেসরকারি টিভি চ্যানেল ডিবিসি ও বাংলাদেশে বেতারের প্রতিনিধিসহ অন্তত ১০ সাংবাদিক আহত হয়েছেন।
সোমবার (৩০ জুন) দুপুরে এ ঘটনা পর প্রেস ক্লাবের সামনে পুলিশ ও সেনাবাহিনী অবস্থান করছে বলে জানান সাতক্ষীরা থানার ওসি শামীনুল ইসলাম।
আহতরা হলেন- বাংলাদেশ বেতারের সাংবাদিক ও প্রেস ক্লাবের একপক্ষের সভাপতি আবুল কাশেম, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি বেলাল হোসেন, ভোরের আকাশের আমিনুর রহমান, মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক আবুল কালাম, দৈনিক অনির্বানের সোহরাব হোসেন, আসাদুজ্জামান, তৌফিকুর রহমান লিটু, সোহরাব সবুজ, রমজান, রেজাউল ইসলাম বাবলু। তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho