
মানিকগঞ্জঃ মানিকগঞ্জে “দ্রোহ, প্রেম ও মানবতার নজরুল ” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ জুন) বিকালে মানিকগঞ্জ জেলা শিল্পকলাএকাডেমির মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট ও জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় অনুষ্টিত দ্রোহ, প্রেম ও মানবতার নজরুল” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা প্রশাসক (যুগ্মসচিব) ড.মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট কবি,কথা সাহিত্যিক ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মোঃ লতিফুল ইসলাম শিবলী। প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন,নজরুল ইনস্টিটিউট এর সাবরক নির্বাহী পরিচালক ও বিশিষ্ট নজরুল গবেষক মোহাম্মদ জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নজরুল ইনস্টিটিউটের পরিচালক এ,কে,এম,আল-আমীন, কৃষিবিদ রফিকুল ইসলাম, আব্দুল মোন্নাফ খান,অতিরিক্ত জেলা প্রশাসক আতিকুল মামুন প্রমুখ।
প্রধান আলোচক মোহাম্মদ জাকির হোসেন বলেন,আমাদের জাতিসত্বার আসল পরিচয় বহন-লালন করতে হলে আমাদর অবশ্যই নজরুল আদর্শ গ্রহন করতে হবে।
বক্তাগন নজরুলের স্মৃতিধণ্য মানিকগঞ্জে নজরুল বিশ্ববিদ্যালয় স্থাপন,নজরুল পত্নী প্রমীলা নজরুলের প্রৈত্রিক ভিটা উদ্ধার, আরিচা-তেওতা সড়ক প্রশস্থকরণ,তালপুকুর সহ তেওতা জমিদার বাড়ির সংস্কার সংরক্ষণ ও নিরাপত্তা বিধান, যমুনা নদীর পাড়ে জমিদার বাড়ি ঘিরে পর্যটন কেন্দ্র নির্মান,জমিদার বাড়ির কাচারী ঘর সংস্কার করে সংস্কৃতি ও সন্মেলন কেন্দ্র নির্মানের দাবি জানান।
সন্ধারপর এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সুশীল সমাজের প্রতিনিধি,ছাত্র – শিক্ষক, সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ,বিভিন্ন শ্রেনি-পেশার বিপুল সংখ্যক মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।