
ঢাকাঃ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন,আজ ইতিহাসের এক গৌরবময় ক্ষণ। এক বছর আগে আমাদের শিক্ষার্থীরা যে আন্দোলন শুরু করেছিল তা এক অভূতপূর্ব গণঅভ্যুত্থান রচনা করে আমাদের মুক্তির স্বাদ এনে দিয়েছে। জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের এক ডাক, এক জনতার জাগরণ। সেই আন্দোলনের মর্মবাণীই ছিল ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ। রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া।
মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে তার কার্যালয়ে জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, এ অনুষ্ঠানমালার মাধ্যমে জুলাই-আগস্ট মাসজুড়ে আমরা গত বছরের একটি প্রতিকী দিনকে আবার পুনরুজ্জীবিত করব। এছাড়া, যে লক্ষ্যে আমাদের তরুণ ছাত্ররা, জনতা, রিকশাচালক, শ্রমিক ও কিশোররা শহীদ হয়েছিল, আহত হয়েছিল, সে লক্ষ্য বাস্তবায়নে আমরা নতুন করে শপথ নেবো।
প্রধান উপদেষ্টা বলেন, প্রতি বছর আমরা পহেলা জুলাই উৎযাপন করবো। যাতে আমাদের আবার ১৬ বছর অপেক্ষা করতে না হয় অভ্যুত্থান করার জন্য। আমরা প্রতি বছর এটা করবো, যাতে কোন স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলে তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি।
ড. ইউনূস বলেন, জুলাই-আগস্টের পুনরুত্থান কর্মসূচি সফল হোক। এ অনুষ্ঠানমালার মাধ্যমে আমাদের স্বপ্ন আবার নতুন করে জেগে উঠুক, আমাদের ঐক্য আবার সর্বমুখী হোক, অটুট হোক।