শেরপুরঃ 'সত্যে তথ্যে সবার আগে' এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে কালের কন্ঠ মাল্টিমিডিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১জুলাই) সকাল এগারোটায় শেরপুর শহরের মাধবপুর ডায়াবেটিস হাসপাতাল থেকে একটি র্যালি বের করে শহরে প্রদক্ষিণ করে থানামোড় এসে শেষ হয়।
এরপর শহরে ব্যাটারি চালিত রিক্সাচালকদের মাঝে পরিবেশবান্ধব ফল গাছ উপহার দেয়া হয়। পরে আইসার ইন হোটেলের সেমিনার কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কালের কন্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার মেহেদী হাসান শামীম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন শেরপুর ডায়াবেটিস হাসপাতালের প্রতিষ্ঠাতা সভাপতি সমাজকর্মী রাজিয়া সামাদ ডালিয়া, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি সিনিয়র সাংবাদিক আব্দুর রফিক মজিদ, কালের কন্ঠের শেরপুর প্রতিনিধি সাংবাদিক হাকিম বাবুল, নালিতাবাড়ী প্রতিনিধি নকরেক কেয়া, রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আল আমিন রাজু প্রমুখ।
এসময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন মুভি বাংলা টিভির জেলা প্রতিনিধি মো: আমিনুল ইসলাম, নিউজ২১ টিভির জেলা প্রতিনিধি শান্ত রায়, দৈনিক গণ কন্ঠের জেলা প্রতিনিধি জাহিদ হাসান খোকন, বিএমএফ টি়ভির জেলা প্রতিনিধি সাইদুর রহমান আপন, জাতীয় দৈনিক ভোরের সময় পত্রিকার জেলা প্রতিনিধি মো: রমজান আলী, ভোরের পাতা পত্রিকার জেলা প্রতিনিধি মো: সাজিদ মিয়া, দৈনিক বিকেল বার্তার জেলা প্রতিনিধি মাকসুদুর রহমান নোমান, আলেকিত কণ্ঠের জেলা প্রতিনিধি মিজানুর রহমান মিলন, জাগরণী টিভির জেলা প্রতিনিধি সাইমন, রক্তসৈনিক শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, রক্তসৈনিক আকাশ, শিহাব আহমেদ, মেহেদী হাসান সিফাত, আরাফাত রহমান, মিনহাজ উদ্দিন সহ অনেকেই উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, আমরা জানি এখন ইন্টারনেটের যুগ। একটি খবর কোন রকম ফেসবুকে যায় তা সমস্ত ওয়াল্ডে ছড়িয়ে পড়ে মুহুর্তেই। পৃথিবীর একপ্রান্ত থেকে আরেক প্রান্তের খবর আমরা পাই। এই জন্য কালের কন্ঠ মাল্টিমিডিয়া এক বছরের মধ্যে বড় একটা জাইগায় পৌছে গেছে।
বক্তারা আরও বলেন, বর্তমানে পত্রিকার খবরের চেয়ে আরও বেশি উচ্ছাস মাল্টিমিডিয়া নিয়ে। বাংলাদেশের এখনকার প্রজন্ম মাল্টিমিডিয়ার প্রতি জোক। যারা খবরের কাগজ পড়ে না তারাও এখন মাল্টিমিডিয়ার প্রতি চোখ রাখে।
এসময় বক্তারা কালের কন্ঠ মাল্টিমিডিয়ারকে শুভেচ্ছা জানান এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আরও বহুদুর এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho