মানিকগঞ্জঃ মানিকগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি) রবিউল করিম কামরুলের ৯ম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে রবিউল করিম প্রতিষ্ঠত( ১ জুলাই ) নজরুল বিদ্যাসিঁড়ি স্কুল প্রাঙ্গণ থেকে একটি শোকর্যালি বের করা হয়।
র্যালিটি শহীদ রবিউল ইসলাম কামরুলের কবরস্থানের সামনে এসে শেষ হয়। পরে সেখানে কামরুলের পরিবার ও তার প্রতিষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিদ্যালয় ব্লুমস এর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর ব্লুমস প্রঙ্গনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
আলোচনা সভায় ব্লুমসের সভাপতি জি আর শওকত আলীর সভাপতিত্বে ও ব্লুমসের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন শহীদ রবিউলের সহধর্মিনী উম্মে সালমা, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, শহীদ রবিউলের ছোটভাই শামসুজ্জমান শামস, দৈনিক প্রথম আলো পত্রিকার মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল মোমিন, সাভারে কর্মরত দৈনিক কালবেলা ও বেসরকারি এখন টিভির প্রতিনিধি হুমায়ুন কবির, নিরাপদ সড়ক চাই (নিসচার) ধামরাই শাখার সভাপতি মো. নাহিদ মিয়া, স্থানীয় শরিফুল ইসলাম নীরু প্রমূখ বক্তব্য রাখেন।
উল্যেখ্য ২০১৬ সালের এই দিনে রাজধানীর গুলশানে হোলি আর্টিজানে সন্ত্রাসীদের গুলিতে শহিদ হন মানিকগঞ্জের কাটিগ্রামের রবিউল করিম কামরুল। এটা শহীদ কামরুলের ৯ ম শাহাদত বার্ষিকী পালিত হলো।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho