মানিকগঞ্জঃ মানিকগঞ্জের শিবালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের মানবিক সহযোগিতায় ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় অংশ নিতে পেরেছেন এইচএসসি পরীক্ষার্থী মুন্না মিয়া।
জানা গেছে, মুন্না মিয়া মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী। মঙ্গলবার (১ জুলাই) তার ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা ছিল শিবালয় সদর উদ্দিন ডিগ্রী কলেজ কেন্দ্রে। কিন্তু তিনি ভুলবশত পরীক্ষার প্রবেশপত্র কলেজে ফেলে কেন্দ্রে চলে আসেন। কেন্দ্রে পৌঁছে বিষয়টি বুঝতে পেরে হতভম্ব হয়ে পড়েন তিনি।
এ সময় ঘটনাটি নজরে আসে শিবালয় সদর উদ্দিন ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীদের। তাৎক্ষণিকভাবে তারা মোটরসাইকেলে করে ছুটে যান মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজে। দ্রুততার সঙ্গে প্রবেশপত্র সংগ্রহ করে পরীক্ষার্থী মুন্নার হাতে পৌঁছে দেন তারা।
ছাত্রদলের এই সহায়তায় সময়মতো কেন্দ্রে প্রবেশ করে নির্বিঘ্নে পরীক্ষা দিতে সক্ষম হন মুন্না। পরে তিনি জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ শিবালয় সদর উদ্দিন ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়রা বলছেন, ছাত্রদলের এই মানবিক সহযোগিতা প্রশংসার দাবিদার এবং এ ধরনের ইতিবাচক উদ্যোগ অন্যদের জন্যও অনুকরণীয় হয়ে থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho