
অশ্রু ভেজা চোঁখে তবুও লিখলাম কবিতা
“আব্দুল্লাহ হিল রাকিব” তিনি টিম গ্রুপের প্রতিষ্ঠাতা।
জরাঝির্ণ,অন্ধকারাছন্ন,আরো ছিল উশৃংখল পরিবেশ
তুলে ধরেছিলেন বিশে^র কাছে সবুজের বাংলাদেশ।
বন্ধ কারখানায় দিয়েছিলেন প্রাণ,করে ছিলেন কর্মসংস্থান
সারা বিশে^ ছড়িয়ে আছে টিম গ্রুপের সুনাম।
গর্বিত মায়ের গর্বিত সন্তান,করেছিলেন প্রতিষ্ঠান
ধন্য মোরা চাকুরী করে,করিতেছি ইনকাম।
সপ্নকে তিনি করেছিলেন ধারণ,দিয়েছিলেন বাস্তবতা
সেরাদের মধ্যে তিনি একজন সফল উদ্যোক্তা।
ঈদের ছুটিতে পরিবারের সাথে গিয়েছিলেন ঘুরতে,
কানাডার হ্রদে কেড়ে নিল প্রাণ,ঘা শিউরে উঠলো মুহুর্তে।
আকাশে বাতাসে ভেসে উঠেছিল যেন,আযানের ধ্বনি
বিধাতা দিয়েছে ডাক,শুধু জানে অর্ন্তযামী।
****সমাপ্তি***