যশোরঃ যশোরের শার্শায় বিএনপির দলীয় নেতা কর্মীদের মধ্যে কোন দ্বন্দ নেই’ সবাই মিলেমিশে দলকে শক্তিশালী ও আগামী নির্বাচনে বিএনপির মনোনীত দলীয় প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। সকলেই মিলেমিশে দেশী বিদেশী যড়যন্ত্র মোকাবেলা করে বিএনপির দলীয় প্রার্থীকে বিজয়ী করতে হবে।
মঙ্গলবার (১ জুলাই) বিকালে উপজেলার বোয়ালিয়া বাজারে বাহাদুরপর ইউনিয়ন বিএনপি আয়োজিত এক কর্মী সভায় উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এ কথা বলেন।
বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ সাহেব আলী বিশ্বাসের সভাপতিত্বে কর্মী সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক দপ্তর সম্পাদক’ সাবেক সংসদ মফিকুল হাসান তৃপ্তি, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, সিনিয়র যুগ্ম সম্পাদক এ্যাড. মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, সালাহউদ্দিন আহম্মেদ ও আসাদুজ্জামান সাগর।
এসময় আরো উপস্তিত ছিলেন শার্শা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান আলী, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন ও উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম চয়ন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho