০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কালিগঞ্জে ব্যবস্থনাপত্র ছাড়া ওষুধ বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

সাতক্ষীরাঃ সাতক্ষীরার কালিগঞ্জে ব্যবস্থাপনাপত্র ছাড়া এক স্কুলছাত্রের কাছে ঘুমের ওষুধ বিক্রির অভিযোগে মো: নুরুজ্জামান (৫০) নামে এক গ্রামডাক্তারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল মঙ্গলবার (১জুলাই) বিকেল পৌনে ৬ টার দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযুক্ত গ্রামডাক্তার মো: নুরুজ্জামান উপজেলার নলতা ইউনিয়নের পাইকাড়া গ্রামের মরহুম শওকত আলীর ছেলে।

জানা গেছে, উপজেলার নলতা ইউনিয়নের কাশিবাটি গ্রামের মুরাদ হোসেনের ছেলে ১০ম শ্রেণির ছাত্র অভি(১৬) পরিবারের কাছে মোটরসাইকেল কিনে দেয়ার দাবি জানায়। কিন্তু তার পিতা এ আবদার পূরণ না করায় দু’দিন আগে স্থানীয় গ্রামডাক্তার মো: নুরুজ্জামান এর চেম্বারে যেয়ে ৮টি ঘুমের ওষুধ কিনে সেবন করে। পরিবারের সদস্যরা ঘুমের ওষুধ সেবনের বিষয়টি তাৎক্ষণিক জানতে পেরে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করায় প্রাণে রক্ষা পায় অভি।

ব্যবস্থাপনাপত্র (প্রেসক্রিপশন) ছাড়া ঘুমের ওষুধ বিক্রির বিষয়টি অবগত হয়ে নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান গ্রামডাক্তার মো: নুরুজ্জামানকে মঙ্গলবার বিকেলে ইউনিয়ন পরিষদে আসতে বলেন। ওই গ্রামডাক্তারের নিকট থেকে ঘটনার বর্ণনা শুনে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানান ইউপি চেয়ারম্যান। বিকেল পৌনে ৬টার উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল নলতা ইউনিয়ন পরিষদে যাওয়ার পর গ্রামডাক্তার মো: নুরুজ্জামান দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন। নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

কালিগঞ্জে ব্যবস্থনাপত্র ছাড়া ওষুধ বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

প্রকাশের সময়ঃ ১০:২৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

সাতক্ষীরাঃ সাতক্ষীরার কালিগঞ্জে ব্যবস্থাপনাপত্র ছাড়া এক স্কুলছাত্রের কাছে ঘুমের ওষুধ বিক্রির অভিযোগে মো: নুরুজ্জামান (৫০) নামে এক গ্রামডাক্তারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল মঙ্গলবার (১জুলাই) বিকেল পৌনে ৬ টার দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযুক্ত গ্রামডাক্তার মো: নুরুজ্জামান উপজেলার নলতা ইউনিয়নের পাইকাড়া গ্রামের মরহুম শওকত আলীর ছেলে।

জানা গেছে, উপজেলার নলতা ইউনিয়নের কাশিবাটি গ্রামের মুরাদ হোসেনের ছেলে ১০ম শ্রেণির ছাত্র অভি(১৬) পরিবারের কাছে মোটরসাইকেল কিনে দেয়ার দাবি জানায়। কিন্তু তার পিতা এ আবদার পূরণ না করায় দু’দিন আগে স্থানীয় গ্রামডাক্তার মো: নুরুজ্জামান এর চেম্বারে যেয়ে ৮টি ঘুমের ওষুধ কিনে সেবন করে। পরিবারের সদস্যরা ঘুমের ওষুধ সেবনের বিষয়টি তাৎক্ষণিক জানতে পেরে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করায় প্রাণে রক্ষা পায় অভি।

ব্যবস্থাপনাপত্র (প্রেসক্রিপশন) ছাড়া ঘুমের ওষুধ বিক্রির বিষয়টি অবগত হয়ে নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান গ্রামডাক্তার মো: নুরুজ্জামানকে মঙ্গলবার বিকেলে ইউনিয়ন পরিষদে আসতে বলেন। ওই গ্রামডাক্তারের নিকট থেকে ঘটনার বর্ণনা শুনে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানান ইউপি চেয়ারম্যান। বিকেল পৌনে ৬টার উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল নলতা ইউনিয়ন পরিষদে যাওয়ার পর গ্রামডাক্তার মো: নুরুজ্জামান দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন। নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।