জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃত্য সংগঠন নাট্যমের নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটির সভাপতি মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ৪৯ তম ব্যাচের শিক্ষার্থী মোহনা হাসান ও সাধারণ সম্পাদক হয়েছেন দর্শন বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী প্রিয়া বিশ্বাস।
আজ বুধবার রাতে সংঠনের সদ্য সাবেক সভাপতি আকাশ সরকার ও সাধারণ সম্পাদক মোহনা হাসান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়। নতুন কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আহসান ইমাম।
নবগঠিত কমটিতে প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হয়েছেন প্রেসূতি খান, সাংগঠনিক সম্পাদক তারিন, দপ্তর সম্পাদক রেজওয়ানা বিনতে রহমত, অর্থ সম্পাদক প্রজ্ঞা প্রতীতি, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক জিতাদিত্য বড়ুয়া, বাঙলা ঐতিবাহী নৃত্য গবেষণা বিষয়ক সম্পাদক অদিতি বিশ্বাস, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক এস এস কে কে সিয়াম সিয়াম, তথ্য, প্রযুক্তি ও যোগাযোগ বিষয়ক সম্পাদক শ্রেয়া সাহা স্বণী।
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে আছেন চৈতী, মহসিন, দীপ্ত, রোদেলা, মারুফ।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho