মানিকগঞ্জঃ মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনের সাবেক এমপি ও বিসিবির সাবেক পরিচালক নাইমুর রহমান দুর্জয়কে ঢাকা থেকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ জেলা পুলিশ।
বুধবার (০২ জুলাই) দিবাগত রাতে নাইমুর রহমান দুর্জযয়ের ঢাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মানিকগঞ্জ জেলা পুলিশের এক কর্মকর্তা দুর্জয়কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সাবেক এমপি নাইমুর রহমান দুর্জযয়ের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা সহ একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে।
এর আগে, গত ২১ জানুয়ারি রাজধানীর লালমাটিয়ায় নাঈমুর রহমান দুর্জয়ের নামে থাকা ২ হাজার ৫২৩ বর্গফুটের একটি ফ্ল্যাট, জমি ও তিনটি গাড়ি জব্দের আদেশ দিয়েছেন ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালত। এছাড়া ১২টি ব্যাংক হিসাব জব্দের আদেশও দেয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho