
সাভারঃ আশুলিয়ায় বাংলাদেশ জামায়াত ইসলাম আশুলিয়া থানা শাখার উদ্যোগে জুলাই – আগষ্টে গনঅভ্যত্থানে শহিদদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আলোচনা সভা, দোয়া এবং এতিমের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (০৩ জুলাই) বাদ যোহর বাঁশবাড়ি জামিয়া মুহাম্মাদিয়া শামসুল উলুম মাদ্ররাসা ও এতিমখানায় সংক্ষিপ্ত এক আলোচনা সভা ও দোয়া পরিচালনার পর এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এসময় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামি কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য ও ঢাকা জেলার সেক্রেটারী এবং ঢাকা ১৯ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওঃ মোঃ আফজাল হোসাইন এবং জেলা মজলিসে শুরা সদস্য, আশুলিয়া থানা জামায়াতের আমীর এবং ধামসোনা ইউনিয়ন পরিষদের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মোঃ বশির আহমেদ, এবং দোয়া পরিচালনা করেন অত্র মাদ্রাসার মুহতামিম মুফতি মাওলানা আলমগীর হোসেন এবং পরিচালনায় ছিলেন ধামসোনা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আল- আমীন খান।
বক্তব্য বক্তারা বলেন, গত বছরের জুলাই এবং আগষ্ট জুড়ে সারা দেশে পতিত আওয়ামী লীগ সরকার যে জুলুম, অত্যাচার, নির্যাতন করেছে তা সবাই দেখেছেন। সেই সময় যারা শহিদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত ও যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করেন। বাংলাদেশ ইসলামি আইন প্রতিষ্ঠার করার জন্য সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচনে জয়ী করার জন্য সবাইকে আহবান জানান।