সাভারঃ সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে কর্মচারীরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন। পরে কর্মচারীদের বিক্ষোভের মুখে পড়ে দাবি মেনে নিয়েছে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৩ জুলাই ) সকাল ৮ থেকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের কয়েক শতাধিক কর্মচারীরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেন। পরে বেলা ১ টার দিকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্তৃপক্ষ হাসপাতালের কর্মচারীদের দাবি মেনে নেওয়ার ঘোষণা দেন।
কর্মচারীরা জানান, আমরা কর্তৃপক্ষের কাছে পে-স্কেল অনুযায়ী বেতন কাঠামো বাস্তবায়নের দাবি জানিয়েছেন। এছাড়াও যেসকল কর্মচারীরা কোভিড, ডেঙ্গু, রানা প্লাজার ধস ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কাজ করেছে তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি। একই সঙ্গে প্রতি মাসের বেতন ৫ তারিখের মধ্যে প্রদানসহ কর্মচারীদের আত্মীয়-স্বজনদের চিকিৎসার খরচ ৫০ শতাংশ ছাড় দেওয়ার দাবি জানানো হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ এসে এসব দাবি মেনে নেন। এতে হাসপাতালে কর্মচারীরা কাজে যোগদান করেছে বলে জানান।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপক শামস মোহাম্মদ এনাম বলেন, আমরা কর্মচারীদের সঙ্গে দেখা করেছি। তাদের যুক্তির দাবি গুলো মেনে নেওয়া হয়েছে বলে জানান তিনি ।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho