০৫:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগের সাবেক এমপি দূর্জয়ের চার দিনের রিমান্ড মঞ্জুর

মানিকগঞ্জঃ ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের আমলে মানিকগঞ্জ -১ আসনের সাবেক এমপি এ এম নাঈমুর রহমান দূর্জয়ের চার দিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা সারে তিনটার দিকে মানিকগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরী উভয় পক্ষের শুনানী শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। সদর থানার একটি মামলায় তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে শুনানী করেন রাষ্ট্রপক্ষ। আদালতের বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরী উভয় পক্ষের শুনানী শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই মামলায় রাষ্ট্রপক্ষে শুনানী করেন নারী ও শিশু ট্রাইব্যুনালের স্পেশাল পিপি হুমায়ন কবির।

অপরপক্ষে আসামীপক্ষে অ্যাডভোকেট নজরুল ইসলাম বাদশাসহ বেশ কয়েকজন সিনিয়র আইনজীবী উপস্থিত ছিলেন। দুপুর সাড়ে তিন টায় এই শুনানী শুরু হয়। এর আগে কঠিন নিরাপত্তায় আদালতে হাজির করা হয় সাবেক এমপি এ এম নাঈমুর রহমান দূর্জয়কে। কারাগারে নেওয়ার সময় বিক্ষিপ্ত জনতা তার দ্রুত বিচারের দাবিতে বিভিন্ন শ্লোগান দিতে থাকে।

কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে আদালতে পাঠায় মানিকগঞ্জ সদর থানা পুলিশ।

উল্লেখ্য,মানিকগঞ্জের ঘিওর- দৌলতপুর এবং শিবালয় এই তিনটি উপজেলা নিয়ে মানিকগঞ্জ -১ নির্বাচনী আসন গঠিত। ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনে দূর্জয় নৌকার টিকিটে এমপি হন ।

২০২৪ ইং সালের ৫ ই আগষ্টের গনঅভ্যূথানের পর দীর্ঘদিন আত্ম গোপনে ছিলেন তিনি। অবশেষে জেলা গোয়েন্দা পুলিশ ঢাকার লালমাটিয়ার নিজ বাড়ি থেকে মানিকগঞ্জ সদর থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করে।

এছাড়াও দৌলতপুর ও শিবালয় থানায় সাবেক এমপি দূর্জয়ের বিরুদ্ধে রাজনৈতিক মামলা রয়েছে। পর্যায়ক্রমে মামলাগুলোর শুনানী হবে।

নাঈমুর রহমান দুর্জয় ২০০০ সালে বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক হিসেবে পরিচিতি পান। পরে রাজনীতিতে যোগ দিয়ে মানিকগঞ্জ-১ আসন থেকে ২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

দেবহাটা উপজেলা কৃষক দলের সাবেক সভাপতির মায়ের জানাযা সম্পন্ন

আওয়ামী লীগের সাবেক এমপি দূর্জয়ের চার দিনের রিমান্ড মঞ্জুর

প্রকাশের সময়ঃ ০৮:০২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

মানিকগঞ্জঃ ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের আমলে মানিকগঞ্জ -১ আসনের সাবেক এমপি এ এম নাঈমুর রহমান দূর্জয়ের চার দিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা সারে তিনটার দিকে মানিকগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরী উভয় পক্ষের শুনানী শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। সদর থানার একটি মামলায় তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে শুনানী করেন রাষ্ট্রপক্ষ। আদালতের বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরী উভয় পক্ষের শুনানী শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই মামলায় রাষ্ট্রপক্ষে শুনানী করেন নারী ও শিশু ট্রাইব্যুনালের স্পেশাল পিপি হুমায়ন কবির।

অপরপক্ষে আসামীপক্ষে অ্যাডভোকেট নজরুল ইসলাম বাদশাসহ বেশ কয়েকজন সিনিয়র আইনজীবী উপস্থিত ছিলেন। দুপুর সাড়ে তিন টায় এই শুনানী শুরু হয়। এর আগে কঠিন নিরাপত্তায় আদালতে হাজির করা হয় সাবেক এমপি এ এম নাঈমুর রহমান দূর্জয়কে। কারাগারে নেওয়ার সময় বিক্ষিপ্ত জনতা তার দ্রুত বিচারের দাবিতে বিভিন্ন শ্লোগান দিতে থাকে।

কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে আদালতে পাঠায় মানিকগঞ্জ সদর থানা পুলিশ।

উল্লেখ্য,মানিকগঞ্জের ঘিওর- দৌলতপুর এবং শিবালয় এই তিনটি উপজেলা নিয়ে মানিকগঞ্জ -১ নির্বাচনী আসন গঠিত। ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনে দূর্জয় নৌকার টিকিটে এমপি হন ।

২০২৪ ইং সালের ৫ ই আগষ্টের গনঅভ্যূথানের পর দীর্ঘদিন আত্ম গোপনে ছিলেন তিনি। অবশেষে জেলা গোয়েন্দা পুলিশ ঢাকার লালমাটিয়ার নিজ বাড়ি থেকে মানিকগঞ্জ সদর থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করে।

এছাড়াও দৌলতপুর ও শিবালয় থানায় সাবেক এমপি দূর্জয়ের বিরুদ্ধে রাজনৈতিক মামলা রয়েছে। পর্যায়ক্রমে মামলাগুলোর শুনানী হবে।

নাঈমুর রহমান দুর্জয় ২০০০ সালে বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক হিসেবে পরিচিতি পান। পরে রাজনীতিতে যোগ দিয়ে মানিকগঞ্জ-১ আসন থেকে ২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।