০১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জে ৩১ দফা প্রচারে নেমেছেন খন্দকার আকবর হোসেন বাবলু

 

মানিকগঞ্জঃ বিএনপির সাবেক মহাসচিব মরহুম খন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র খন্দকার আকবর হোসেন বাবলু মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” জনসাধারণের মাঝে লিফলেট আকারে বিতরণ ও প্রচার চালাচ্ছেন।

তিনি জেলার বিভিন্ন বাজার, গ্রামীণ জনপদ ও পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং জনগণের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন,

“স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার অবশেষে জনগণের ঘৃণায় পতনের দ্বারপ্রান্তে। দেশ আজ দুর্নীতিতে নিমজ্জিত, বিচারব্যবস্থা দলীয়কৃত, প্রশাসন দখলদারদের নিয়ন্ত্রণে, শিক্ষা-স্বাস্থ্য সর্বত্র দুরবস্থা। এখন সময় এসেছে একটি জনগণের রাষ্ট্র গড়ার।”

তিনি আরও বলেন, “জনাব তারেক রহমানের ৩১ দফা শুধু একটি রাজনৈতিক দল বা গোষ্ঠীর নয়, এটি পুরো জাতির মুক্তির রূপরেখা। এই ৩১ দফায় রাষ্ট্র সংস্কারের স্বপ্ন আছে, গণতন্ত্র ফিরিয়ে আনার রূপরেখা আছে, এবং সর্বোপরি জনগণের স্বাধীনভাবে বেঁচে থাকার নিশ্চয়তা আছে।”

বাবলু অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার জনগণের মত প্রকাশের অধিকার কেড়ে নিয়েছে, বিরোধী মত দমন করছে, এবং রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে। তিনি বলেন,

“এই ভয়াবহ দুঃশাসনের অবসান ঘটিয়ে আমরা ইনশাআল্লাহ একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করবো। মানুষ শান্তিতে বাঁচবে, ন্যায়ের কথা বলতে পারবে, ভোটের অধিকার ফিরে পাবে।”

মানিকগঞ্জে লিফলেট বিতরণের সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণ তাঁকে স্বাগত জানান এবং অনেকে তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা মনোযোগ দিয়ে পড়ে মত প্রকাশ করেন।

বিএনপির নেতাকর্মীরা মনে করছেন, তৃণমূল পর্যায়ে এভাবে নিয়মিত প্রচার চালালে জনগণের মধ্যে আবারও বিএনপির প্রতি আস্থা ও প্রত্যাশা জাগ্রত হবে এবং ভবিষ্যতের আন্দোলন ও নির্বাচনে এর ইতিবাচক প্রভাব পড়বে।

Tag :
About Author Information

জনপ্রিয়

আাইরমাড়া- মিতরা বয়েজ স্পোর্টিং ক্লাব ফাইনালে আনোয়ার আমিনুর ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন

মানিকগঞ্জে ৩১ দফা প্রচারে নেমেছেন খন্দকার আকবর হোসেন বাবলু

প্রকাশের সময়ঃ ০৪:৪৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫

 

মানিকগঞ্জঃ বিএনপির সাবেক মহাসচিব মরহুম খন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র খন্দকার আকবর হোসেন বাবলু মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” জনসাধারণের মাঝে লিফলেট আকারে বিতরণ ও প্রচার চালাচ্ছেন।

তিনি জেলার বিভিন্ন বাজার, গ্রামীণ জনপদ ও পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং জনগণের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন,

“স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার অবশেষে জনগণের ঘৃণায় পতনের দ্বারপ্রান্তে। দেশ আজ দুর্নীতিতে নিমজ্জিত, বিচারব্যবস্থা দলীয়কৃত, প্রশাসন দখলদারদের নিয়ন্ত্রণে, শিক্ষা-স্বাস্থ্য সর্বত্র দুরবস্থা। এখন সময় এসেছে একটি জনগণের রাষ্ট্র গড়ার।”

তিনি আরও বলেন, “জনাব তারেক রহমানের ৩১ দফা শুধু একটি রাজনৈতিক দল বা গোষ্ঠীর নয়, এটি পুরো জাতির মুক্তির রূপরেখা। এই ৩১ দফায় রাষ্ট্র সংস্কারের স্বপ্ন আছে, গণতন্ত্র ফিরিয়ে আনার রূপরেখা আছে, এবং সর্বোপরি জনগণের স্বাধীনভাবে বেঁচে থাকার নিশ্চয়তা আছে।”

বাবলু অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার জনগণের মত প্রকাশের অধিকার কেড়ে নিয়েছে, বিরোধী মত দমন করছে, এবং রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে। তিনি বলেন,

“এই ভয়াবহ দুঃশাসনের অবসান ঘটিয়ে আমরা ইনশাআল্লাহ একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করবো। মানুষ শান্তিতে বাঁচবে, ন্যায়ের কথা বলতে পারবে, ভোটের অধিকার ফিরে পাবে।”

মানিকগঞ্জে লিফলেট বিতরণের সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণ তাঁকে স্বাগত জানান এবং অনেকে তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা মনোযোগ দিয়ে পড়ে মত প্রকাশ করেন।

বিএনপির নেতাকর্মীরা মনে করছেন, তৃণমূল পর্যায়ে এভাবে নিয়মিত প্রচার চালালে জনগণের মধ্যে আবারও বিএনপির প্রতি আস্থা ও প্রত্যাশা জাগ্রত হবে এবং ভবিষ্যতের আন্দোলন ও নির্বাচনে এর ইতিবাচক প্রভাব পড়বে।