
সাতক্ষীরাঃ সাতক্ষীরার ব্রহ্মরাজপুর এলাকায় দ্রুতগতির একটি পিকআপ ভ্যানে চাপা পড়ে এক ভ্যানচালক প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন ভ্যানে থাকা এক ক্ষুদ্র ব্যবসায়ী যাত্রী।
আজ শুক্রবার সকাল ৮টার দিকে আশাশুনি উপজেলার কচুয়া গ্রামের বাসিন্দা উদয় ঢালী (৩৮) কচুয়া চেয়ারম্যান মোড় থেকে এক বয়োবৃদ্ধের চালানো ভ্যানে করে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। পথে ব্রহ্মরাজপুরের হেলালের ভাটার মোড়ে পেছন থেকে একটি দ্রুতগতির পিকআপ ভ্যান ভ্যানটিকে চাপা দেয়। এতে চালক ও যাত্রী দুজনই ছিটকে সড়কে পড়ে যান। ওই সময় ঘাতক পিকআপটি ভ্যানচালককে পুনরায় চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই ভ্যানচালকের মৃত্যু হয়।ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার পরপরই নিহত ব্যক্তির পরিচয় জানা সম্ভব হয়নি। পরে পরিবারের মাধ্যমে নিশ্চিত হওয়া যায়, তিনি আশাশুনি উপজেলার পুরোহিতপুর গ্রামের মৃত ফজর আলীর ছেলে সুলতান আলী (৫৬)। তাঁর মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সাতক্ষীরা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর নুরুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত ও নিহতদের উদ্ধার করা হয়।
সদর থানার উপপরিদর্শক
(এসআই) বেলায়েত হোসেন জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত পিকআপটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি।