
ঢাকাঃ নবাবগঞ্জের ভাঙ্গাভীটায় জগন্নাথের উল্টো রথ যাত্রা উপলক্ষে উৎসবের নগরীতে পরিনত হয় এ অঞ্চল। মহা ধুমধামের মধ্যে দিয়ে উল্টো রথ যাত্রা পালন করে এ অঞ্চলের কয়েকটি জনপদের সকল স্তরের মানুষ।
শুক্রবার (০৩ জুলাই) বিকেলে নবাবগঞ্জের কৈলাল ইউনিয়নের ভাঙ্গাভীটা গ্রামে উল্টো রথ যাত্রা হাজার হাজার মানুষের সমাগম ঘটে। এ সময় সবার মুখে মুখে হরে কৃঞ্চ হরে রাম জয় ধ্বনি শোনা যায়। নৃত্যের তালে তালে রথের দড়ি ধরে জগন্নাথের রথকে টেনে পৃর্বের স্থানে নিয়ে যায় তারা।
এ রথ উৎসবকে কেন্দ্র করে এলাকায় উৎসব মুখরিত পরিবেশ তৈরি হয়। বাজারে বসে মেলা। কচি কাচারা আনন্দে আত্মহারা হয়ে রথ যাত্রার মেলাকে ুক অনন্য উচ্চতা দান করে।
ভগবান জগন্নাথের মহিমান্বিত রথযাত্রা ২০২৫ শুরু হয়ে গেছে এর আগেই। সারা দেশে লাখো ভক্তের হৃদয়ে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়েছে। রথযাত্রার এই অনন্য উৎসবটি কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি সামাজিক সমতা, ভ্রাতৃত্ব এবং ঐক্যের প্রতীক হিসেবে পরিচিত।