সাভারঃ ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (০৪ জুলাই) সকালে আশুলিয়া বাইপাইল আল মদিনা কাচা পাকা মালের আড়ৎ এর রাস্তায় পানি নিষ্কাশনের জন্য বৈদ্যুতিক মোটরে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে এই ঘটনা ঘটেছে।
নিহতের নাম শাকিল (১৭)। তিনি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার লাউতারা গ্রামের মোহাম্মদ বাছেদের ছেলে। তিনি বাইপাইল আল মদিনা কাঁচা পাকা মালের আরৎ লেবারের কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী জানায়, সকালে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক লেবার শাকিলকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আড়ৎ কর্তৃপক্ষ স্থানীয় থানাকে অবগত না করেই নিহতের লাশ গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়েছে অভিযোগ উঠেছে। আরত মালিকের অব্যবস্থাপনার কারণেই ওই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানায় স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho