সাভারঃ সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মডেল মসজিদের কাছ থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি উদ্ধারের সময় নিহতের গলায় রশি পেঁচানো ছিল।
আজ (শুক্রবার) সকালে স্থানীয়রা লাশটি দেখে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকার শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
প্রাথমিকভাবে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ধারনা কেউ তাঁকে গলায় রশি পেঁচিয়ে হত্যা করে এখানে ফেলে রেখে গেছে।
সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া জানান, নিহতের পরিচয় সনাক্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। বৃদ্ধাকে হত্যার কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে পুলিশের একটি দল।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho