
মানিকগঞ্জঃ মানিকগঞ্জের আাইরমাড়া- মিতরা বয়েজ স্পোর্টিং ক্লাব এর শতবছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্টিত হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) বেলা তিনটায় মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা- মিতরা ইউনিয়নের মিতরা স্কুলমাঠে এ খেলা অনুষ্টিত হয়।
আাইরমাড়া- মিতরা বয়েজ স্পোর্টিং ক্লাব আয়োজিত ফাইনাল খেলায় আমিনুর ক্রিকেট একাদশ বালুরচর সিংগাইর এবং ভ্রমর একাদশ মানিকগঞ্জ অংশ গ্রহন করে।
শুরুতে টসে জিতে আনোয়ার আমিনুর ক্রিকেট একাদশ বালুরচর ব্যাটিং করতে সিন্ধান্ত নেয়। তারা নির্ধারিত ১৬ অভার খেলে ৬ উইকেটে ২৫০ রান করে। জবাবে সবকয়টি অভার শেষে মানিকগঞ্জ ভ্রমর একাদশ রান করে মাঠ ছাড়ে।
তিন ম্যাচ খেলে ১২২ রান করে ম্যান অবদ্যা ম্যাচ হয়েছেন ভ্রমর দলের জ্যাক আরিফ, সেরা বোলার আশরাফুল ইসলাম, ম্যান অবদ্যা ফাইনাল হয়েছেন আনোয়ার আমিনুর ক্রিকেট একাদশের ফয়সাল আহাম্মেদ।
খেলা শেষে আাইরমাড়া- মিতরা বয়েজ স্পোর্টিং ক্লাবের সভাপতি শাহীনুল ইসলাম তারেক এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আতিকুল আল মামুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মো: জাহাঙ্গীর আলম বিশ্বাস,উপসচিব মুকুল,আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা রফিক উদ্দিন ভূইয়া হাবু,মানিকগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ আবুল বাসার আব্বাসী, দপ্তর সম্পাদক আজিজুল হাকিম প্রমুখ।
শেষে প্রধান অতিথি বিজয়িদের মাঝে পুরস্কার ওয়ালটন ফ্রীজ এবং ইসমার্ট টেলিভিশন বিতরন করেন।