সাভারঃ আশুলিয়ায় চাকরির দাবিতে ডিইপিজেডের সামনে মহাসড়ক অবরোধ করেছে চাকরি প্রত্যাশীরা। প্রায় এক ঘন্টা অবস্থানের পর যৌথ বাহিনীর হস্তক্ষেপ অবরোধকারীরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
সোমবার (০৭ জুলাই) সকাল ৯টা থেকে ঢাকা ইপিজেডের সামনে বেশ কিছু চাকরি প্রত্যাশী চাকরির দাড়িতে নবীনগর - চন্দ্র মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখে। এ সময় ব্যাস্ততম এলাকায় যানজটের সৃষ্টি হয়।
সূত্র জানায়, ঢাকা জেলার আশুলিয়া থানাধীন গনকবাড়ি এলাকায় অবস্থিত ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ডিইপিজেড) এর সামনে প্রায় তিন শতাধিক নতুন নিয়োগ প্রত্যাশী ব্যক্তি নিয়োগ না পেয়ে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে যৌথ বাহিনী ঘটনা স্থলে এসে অবরোধকারীদের রাস্তা থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho