০৯:০৪ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে জবিতে শিগগিরই ‘ক্লাস মনিটরিং সফটওয়্যারের’ যাত্রা শুরু

 

ঢাকাঃ আজ সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ক্লাস মনিটরিং সফটওয়্যার বাস্তবায়ন বিষয়ক একটি ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম-এর সভাপতিত্বে উপাচার্যের অফিসের কনফারেন্স রুমে আয়োজিত এই ওরিয়েন্টেশনে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, আইসিটি সেলের পরিচালক এবং প্রতিটি বিভাগের ক্লাস প্রতিনিধিরা (সিআর) অংশগ্রহণ করেন।

উপাচার্য তাঁর বক্তব্যে বলেন,

> “বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো ক্লাস মনিটরিং সফটওয়্যার চালু করতে যাচ্ছে, যা আমাদের জন্য গর্বের বিষয়। শিক্ষার্থীদের দায়িত্ববোধ ও সচেতনতা থাকলে এর পূর্ণ সফলতা অর্জন সম্ভব।”

তিনি আরও জানান, সফটওয়্যারটির বাস্তবায়ন আগামী মাসেই শুরু হবে এবং এটি সময়ানুবর্তিতা ও একাডেমিক শৃঙ্খলা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ওরিয়েন্টেশন কর্মশালার বিভিন্ন সেশনে সফটওয়্যারটির ব্যবহারবিধি, তথ্য ইনপুট পদ্ধতি ও কারিগরি দিক নিয়ে আলোচনা হয়। সফটওয়্যারটির ডেমো প্রেজেন্টেশন দেন আইসিটি সেলের কম্পিউটার প্রোগ্রামার মোঃ হাফিজুর রহমান। অংশগ্রহণকারী সিআররা নিজেদের মতামত ও প্রশ্ন উপস্থাপন করেন, যার মাধ্যমে কর্মশালা আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় চেয়ারম্যানরা এমন একটি উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানান। তারা বলেন, এই সফটওয়্যার বাস্তবায়নের মাধ্যমে জবির একাডেমিক পরিবেশ আরও গতিশীল ও মানসম্মত হবে।

উল্লেখ্য, এই সফটওয়্যারটি জবি আইসিটি সেলের তত্ত্বাবধানে পরিচালিত হবে এবং প্রতিটি বিভাগের চেয়ারম্যান নিজ বিভাগের সিআরদের সহযোগিতায় বাস্তবায়নে কাজ করবেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

শার্শায় নাশকতা মামলায় ইয়ানূরসহ ১০ আসামী কারাগারে

প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে জবিতে শিগগিরই ‘ক্লাস মনিটরিং সফটওয়্যারের’ যাত্রা শুরু

প্রকাশের সময়ঃ ০৪:১৪:২৫ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

 

ঢাকাঃ আজ সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ক্লাস মনিটরিং সফটওয়্যার বাস্তবায়ন বিষয়ক একটি ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম-এর সভাপতিত্বে উপাচার্যের অফিসের কনফারেন্স রুমে আয়োজিত এই ওরিয়েন্টেশনে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, আইসিটি সেলের পরিচালক এবং প্রতিটি বিভাগের ক্লাস প্রতিনিধিরা (সিআর) অংশগ্রহণ করেন।

উপাচার্য তাঁর বক্তব্যে বলেন,

> “বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো ক্লাস মনিটরিং সফটওয়্যার চালু করতে যাচ্ছে, যা আমাদের জন্য গর্বের বিষয়। শিক্ষার্থীদের দায়িত্ববোধ ও সচেতনতা থাকলে এর পূর্ণ সফলতা অর্জন সম্ভব।”

তিনি আরও জানান, সফটওয়্যারটির বাস্তবায়ন আগামী মাসেই শুরু হবে এবং এটি সময়ানুবর্তিতা ও একাডেমিক শৃঙ্খলা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ওরিয়েন্টেশন কর্মশালার বিভিন্ন সেশনে সফটওয়্যারটির ব্যবহারবিধি, তথ্য ইনপুট পদ্ধতি ও কারিগরি দিক নিয়ে আলোচনা হয়। সফটওয়্যারটির ডেমো প্রেজেন্টেশন দেন আইসিটি সেলের কম্পিউটার প্রোগ্রামার মোঃ হাফিজুর রহমান। অংশগ্রহণকারী সিআররা নিজেদের মতামত ও প্রশ্ন উপস্থাপন করেন, যার মাধ্যমে কর্মশালা আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় চেয়ারম্যানরা এমন একটি উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানান। তারা বলেন, এই সফটওয়্যার বাস্তবায়নের মাধ্যমে জবির একাডেমিক পরিবেশ আরও গতিশীল ও মানসম্মত হবে।

উল্লেখ্য, এই সফটওয়্যারটি জবি আইসিটি সেলের তত্ত্বাবধানে পরিচালিত হবে এবং প্রতিটি বিভাগের চেয়ারম্যান নিজ বিভাগের সিআরদের সহযোগিতায় বাস্তবায়নে কাজ করবেন।