০৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

শিবালয়ে এনজিওর প্রায় পাঁচ কোটি টাকা আত্মসাৎ: চেয়ারম্যানকে বেঁধে রাখলেন সদস্যরা

 

মানিকগঞ্জঃ মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ”গ্রামীণ উন্নয়ন” নামে একটি এনজিওর চেয়ারম্যান জগদীশ দাসের বিরুদ্ধে প্রায় পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এনজিওটির সদস্যদের দাবি, বছরের পর বছর ধরে কিস্তির নামে লাখ লাখ টাকা আদায় করা হলেও সেই টাকা আর ফিরিয়ে দেওয়া হয়নি।

সোমবার (৭ জুলাই) দুপুরে বিক্ষুব্ধ সদস্যরা উপজেলা পরিষদ প্রাঙ্গণে চেয়ারম্যান জগদীশ দাসকে রশি দিয়ে বেঁধে রেখে ক্ষোভ প্রকাশ করেন। স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সদস্যদের অভিযোগ, এনজিওর ব্যানারে একাধিক গ্রামের সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন মেয়াদে সঞ্চয় ও ঋণ পরিশোধের নামে টাকা নেওয়া হয়। সদস্যরা বিশ্বাস করে নিয়মিত কিস্তি দিয়ে আসলেও হঠাৎ করে গত কয়েক মাস ধরে এনজিওর কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর থেকেই চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম ও আত্মসাতের অভিযোগে মুখর হয়ে ওঠেন সাধারণ মানুষ।

স্থানীয় একজন ক্ষতিগ্রস্ত সদস্য জানান, “আমি তিন বছর ধরে টাকা জমা দিচ্ছি। এখন বলছে অফিস বন্ধ, টাকা নাই। আমাদের পরিবার চালাতে হিমশিম খাচ্ছি।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, “ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি। অভিযোগ যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে। ভুক্তভোগীরা তাদের সঞ্চিত অর্থ ফেরতের দাবি জানিয়ে দ্রুত বিচার দাবি করেছেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

শার্শায় নাশকতা মামলায় ইয়ানূরসহ ১০ আসামী কারাগারে

শিবালয়ে এনজিওর প্রায় পাঁচ কোটি টাকা আত্মসাৎ: চেয়ারম্যানকে বেঁধে রাখলেন সদস্যরা

প্রকাশের সময়ঃ ০৫:০৪:১৯ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

 

মানিকগঞ্জঃ মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ”গ্রামীণ উন্নয়ন” নামে একটি এনজিওর চেয়ারম্যান জগদীশ দাসের বিরুদ্ধে প্রায় পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এনজিওটির সদস্যদের দাবি, বছরের পর বছর ধরে কিস্তির নামে লাখ লাখ টাকা আদায় করা হলেও সেই টাকা আর ফিরিয়ে দেওয়া হয়নি।

সোমবার (৭ জুলাই) দুপুরে বিক্ষুব্ধ সদস্যরা উপজেলা পরিষদ প্রাঙ্গণে চেয়ারম্যান জগদীশ দাসকে রশি দিয়ে বেঁধে রেখে ক্ষোভ প্রকাশ করেন। স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সদস্যদের অভিযোগ, এনজিওর ব্যানারে একাধিক গ্রামের সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন মেয়াদে সঞ্চয় ও ঋণ পরিশোধের নামে টাকা নেওয়া হয়। সদস্যরা বিশ্বাস করে নিয়মিত কিস্তি দিয়ে আসলেও হঠাৎ করে গত কয়েক মাস ধরে এনজিওর কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর থেকেই চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম ও আত্মসাতের অভিযোগে মুখর হয়ে ওঠেন সাধারণ মানুষ।

স্থানীয় একজন ক্ষতিগ্রস্ত সদস্য জানান, “আমি তিন বছর ধরে টাকা জমা দিচ্ছি। এখন বলছে অফিস বন্ধ, টাকা নাই। আমাদের পরিবার চালাতে হিমশিম খাচ্ছি।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, “ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি। অভিযোগ যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে। ভুক্তভোগীরা তাদের সঞ্চিত অর্থ ফেরতের দাবি জানিয়ে দ্রুত বিচার দাবি করেছেন।