মাবিকগঞ্জঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রচার করা হয়েছে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার আলোকদিয়ার চর এলাকায়। এই কর্মসূচির নেতৃত্ব দেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস. এ. জিন্নাহ কবির।
চরের সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণকালে তিনি বলেন, “স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। দেশের বিচার বিভাগ, প্রশাসন ও নির্বাচন ব্যবস্থা দলীয়করণ করে দেশে একদলীয় শাসন কায়েম করা হয়েছে। দেশের অর্থনীতি আজ ভয়াবহ দুর্দশায়। এই পরিস্থিতি থেকে মুক্তির একমাত্র পথ হলো তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন।”
চরাঞ্চলের অবহেলিত মানুষের দিকেও দৃষ্টি আকর্ষণ করে জিন্নাহ কবির বলেন, “চরের মানুষ বছরের পর বছর অবহেলিত থেকেছে। উন্নয়নের নামে এখানে শুধু আশ্বাস দেওয়া হয়েছে, বাস্তবায়ন কিছুই হয়নি। জনগণের সরকার প্রতিষ্ঠা ছাড়া এই অবস্থা বদলাবে না।”
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা চরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘরে ঘরে ও বাজারে লিফলেট বিতরণ করেন। তাঁরা বলেন, “চরবাসী এখন পরিবর্তনের জন্য প্রস্তুত। তারা গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পেতে চায়।”
চরের সাধারণ মানুষও সরকারের প্রতি ক্ষোভ জানিয়ে বলেন, তারা প্রকৃত উন্নয়ন চান, গণতান্ত্রিক অধিকার চান এবং বিশ্বাসযোগ্য নির্বাচন চান।
বিএনপি নেতাকর্মীরা জানান, তৃণমূল পর্যায়ে জনগণকে সঙ্গে নিয়েই তারা আন্দোলন চালিয়ে যাবেন। তারেক রহমানের নেতৃত্বেই দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে—এটাই তাঁদের প্রত্যাশা।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho