০১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কালিগঞ্জ কমিউনিটি ক্লিনিক অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন

 

সাতক্ষীরাঃ ‘সেবা নিন, সুস্থ থাকুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামীণ জনগণের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) পেশাজীবী সংগঠন বাংলাদেশ সিএইচসিপি অ্যাসোসিয়েশন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচন মঙ্গলবার (৮ জুলাই) সম্পন্ন হয়েছে।

নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আব্দুস সালাম সভাপতি, খান সাদিকুর রহমান সাধারণ সম্পাদক, সাইফুদ্দৌলা গাজী ও হাফিজুল হক অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

জানা গেছে, পূর্বঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ি ২১জুন মনোনয়নপত্র ক্রয়ের শেষ দিনে সভাপতি পদে আব্দুস সালাম , সাধারণ সম্পাদক পদে খান সাদিকুর রহমান, সাংগঠনিক সম্পাদকপদে সাইফুদ্দৌলা গাজী ও অর্থ সম্পাদক পদে হাফিজুল হক মনোনয়নপত্র সংগ্রহ করেন।

২২ জুন মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চারজন করে প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন এবং ২৩ জুন মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে চারজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (এসআই) আব্দুস সোবাহান ও সহকারীর নির্বাচন কমিশনার (এমটিইপিআই) শেখ মশিউর রহমান।

তফসিল অনুযায়ী ভোট গ্রহণের নির্ধারিত দিন ৮ জুলাই (মঙ্গলবার) সিএইচসিপিদের মাসিক সমন্বয় মিটিং শেষে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ মোঃ বুলবুল কবীর এর উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনারের পক্ষে সহকারী নির্বাচন কমিশনার (এমটিইপিআই) শেখ মশিউর রহমান একক প্রার্থী হিসেবে সভাপতি পদে আব্দুস সালাম, সাধারণ সম্পাদক পদে খান সাদিকুর রহমান, সংগঠনিক সম্পাদক পদে সাইফুদ্দৌল্লা গাজী ও অর্থ সম্পাদক পদে হাফিজুল হককে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

এছাড়া সর্বসম্মতিক্রমে সহ-সভাপতি খায়রুল ইসলাম ও প্রবীর কুমার বিশ্বাস, যুগ্ম-সাধারন সম্পাদক সুদীপ্ত কুমার ঘোষ, সহ সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, ধর্ম বিষয়ক সম্পাদক রেজওয়ানুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক আঞ্জুয়ারা পারভীন, কার্যকরী সদস্য যথাক্রমে খান শাহিন, মনিরুল ইসলাম, সুদীপ্ত কুমার দে মনোনীত হয়েছেন।

এ সময় সহকারী নির্বাচন কমিশনার (এইচআই) প্রশান্ত কুমার সরকার ও মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

কালিগঞ্জ কমিউনিটি ক্লিনিক অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন

কালিগঞ্জ কমিউনিটি ক্লিনিক অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন

প্রকাশের সময়ঃ ০৮:৪০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫

 

সাতক্ষীরাঃ ‘সেবা নিন, সুস্থ থাকুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামীণ জনগণের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) পেশাজীবী সংগঠন বাংলাদেশ সিএইচসিপি অ্যাসোসিয়েশন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচন মঙ্গলবার (৮ জুলাই) সম্পন্ন হয়েছে।

নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আব্দুস সালাম সভাপতি, খান সাদিকুর রহমান সাধারণ সম্পাদক, সাইফুদ্দৌলা গাজী ও হাফিজুল হক অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

জানা গেছে, পূর্বঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ি ২১জুন মনোনয়নপত্র ক্রয়ের শেষ দিনে সভাপতি পদে আব্দুস সালাম , সাধারণ সম্পাদক পদে খান সাদিকুর রহমান, সাংগঠনিক সম্পাদকপদে সাইফুদ্দৌলা গাজী ও অর্থ সম্পাদক পদে হাফিজুল হক মনোনয়নপত্র সংগ্রহ করেন।

২২ জুন মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চারজন করে প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন এবং ২৩ জুন মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে চারজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (এসআই) আব্দুস সোবাহান ও সহকারীর নির্বাচন কমিশনার (এমটিইপিআই) শেখ মশিউর রহমান।

তফসিল অনুযায়ী ভোট গ্রহণের নির্ধারিত দিন ৮ জুলাই (মঙ্গলবার) সিএইচসিপিদের মাসিক সমন্বয় মিটিং শেষে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ মোঃ বুলবুল কবীর এর উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনারের পক্ষে সহকারী নির্বাচন কমিশনার (এমটিইপিআই) শেখ মশিউর রহমান একক প্রার্থী হিসেবে সভাপতি পদে আব্দুস সালাম, সাধারণ সম্পাদক পদে খান সাদিকুর রহমান, সংগঠনিক সম্পাদক পদে সাইফুদ্দৌল্লা গাজী ও অর্থ সম্পাদক পদে হাফিজুল হককে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

এছাড়া সর্বসম্মতিক্রমে সহ-সভাপতি খায়রুল ইসলাম ও প্রবীর কুমার বিশ্বাস, যুগ্ম-সাধারন সম্পাদক সুদীপ্ত কুমার ঘোষ, সহ সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, ধর্ম বিষয়ক সম্পাদক রেজওয়ানুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক আঞ্জুয়ারা পারভীন, কার্যকরী সদস্য যথাক্রমে খান শাহিন, মনিরুল ইসলাম, সুদীপ্ত কুমার দে মনোনীত হয়েছেন।

এ সময় সহকারী নির্বাচন কমিশনার (এইচআই) প্রশান্ত কুমার সরকার ও মিজানুর রহমান উপস্থিত ছিলেন।