০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে মুক্তি পাচ্ছে জয়া আহসান অভিনীত ” পুতুলনাচের ইতিকথা “

  • বিনোদন ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ১১:১৬:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

বিনোদনঃ জয়া আহসান অভিনীত ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমাটির প্রিমিয়ার হয়েছিল ৬ ফেব্রুয়ারি, রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সিনেমাটি উৎসবের বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছিলো। উৎসবে অংশ নিতে জয়া তখন গিয়েছিলেন নেদারল্যান্ডসের রটারড্যামে। জানিয়েছিলেন, সিনেমাটি বিদেশি দর্শক খুবই উপভোগ করেছেন এবং ভূয়সী প্রশংসা করেছেন।

এবার ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। এই সিনেমার নির্মাতা সুমন মুখোপাধ্যায় খবরটি নিজেই জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

৬ জুলাই, তিনি নিজের ফেসবুক ওয়ালে খবরটি জানিয়ে একটা পোস্ট দেন। সেখানে এই নির্মাতা লিখেছেন, “পুতুলনাচের ইতিকথা’ মুক্তি পাচ্ছে ১ আগস্ট। অবশেষে ৭ বছর বাদে আমার ছবি কলকাতায় মুক্তি পাচ্ছে।”

এরপর তিনি লিখেছেন, ‘রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে গত ফেব্রুয়ারি মাসে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবার পর শেষ পর্যন্ত কলকাতায় মুক্তি পাচ্ছে সিনেমাটি। মানিক বন্দ্যোপাধ্যায়ের এই কালজয়ী উপন্যাস প্রথম প্রকাশ পায় ধারাবাহিক ভাবে ১৯৩৪ থেকে ১৯৩৫। এই উপন্যাস রচনার ৯০ বর্ষপূর্তিতে মুক্তি পাচ্ছে আমাদের ছবি। এই ছবি বানানোর প্রথম চেষ্টা করেছিলাম ২০০৮ সালে। কিন্তু নানা কারণে আটকে গেছে।’

নির্মাতা লিখেছেন, “ছবিটি যখন ১৪ বছরেও বানাতে পারিনি তখন প্রায় হাল ছেড়ে দিয়েছিলাম। কিন্তু নবারুণদার যুদ্ধ পরিস্থিতি উপন্যাসের একটা লাইন আমাকে আবার চাগিয়ে তুলল… ‘হতাশ আর ভগ্নোদ্যম সেই সব মানুষ পুতুলের  যান্ত্রিক জীবনের অপরূপ কাহিনী পুতুলনাচের ইতিকথা’। মনে হল এতো  আমাদের সময়ের কথা। আবার উঠে পড়ে লাগলাম। শেষ পর্যন্ত সমীরণ দাস এবং ক্যালাইডোস্কোপ এগিয়ে এলো এই ছবি প্রযোজনা করতে। যদিও ২০২২-এ শুটিং শেষ করলেও প্রায় ৩ বছরের বেশি সময় লেগে গেল এই ছবি শেষ করতে। কিন্তু সবচেয়ে বড় কথা, ছবিটি মুক্তি পাচ্ছে।”

এদিকে, জয়া আহসান এই সিনেমায় কাজ করা প্রসঙ্গে এর আগে বলেছিলেন, “সুমন মুখোপাধ্যায় একজন গুরুত্বপূর্ণ নির্মাতা। তার নির্মিত ‘হারবার্ট’ আমার  অসম্ভব পছন্দের একটা ফিল্ম। ‘পুতুল নাচের ইতিকথা’ বাংলা সাহিত্যের অন্যতম একটি সৃষ্টি। কুসুম চরিত্রটি যে কোন অভিনেত্রীর জন্য কাঙ্ক্ষিত। বেশকিছু ভালো অভিনয়শিল্পীর সাথে কাজ করবো। অনন্যা চট্টোপাধ্যায় তো আমার খুবই পছন্দের একজন অভিনেত্রী। আবীর আছে, পরমব্রত আছে, ধৃতিমান আছেন আমার মনে হয় কাজটা ভালো হবে। সুমন মুখোপাধ্যায়ের প্রতি ওই আস্থা রাখাই যায়।“

স্বাধীনতার পূর্ববর্তী সময়কে ফ্রেমবন্দি করেছেন সুমন। তিরিশের দশকের শেষের দিক থেকে চল্লিশের দশকের শুরু পর্যন্ত।

তিনি এ বিষয়ে বলেছিলেন, ‘মূল  উপন্যাসে সময়টা আরও পিছনে ছিল, আমি খানিকটা এগিয়ে  এনেছি। তা ছাড়া উপন্যাসের সব কিছু ছবির চালচিত্রে ধরানো সম্ভব নয়। দুটো মাধ্যমের চলন আলাদা। আমি চারিত্রিক রসায়নের উপরে বেশি জোর দিয়েছি।’

বলা প্রয়োজন, সিনেমায় কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আর শশী ও কুমুদের চরিত্রে দেখা যাবে আবীর চট্টোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায়কে।

এছাড়া সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ধৃতিমান চট্টোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখার্জি, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, সুব্রতনাথ মুখোপাধ্যায় প্রমুখ।

উল্লেখ্য, জয়া আহসান অভিনীত ওপার বাংলার সিনেমা ‘ডিয়ার মা’ মুক্তি পাচ্ছে ১৮ জুলাই। তাছাড়া, কৌশিক গাঙ্গুলীর নির্মাণে ‘আজও অর্ধাঙ্গিনী’তে কাজ করছেন এই অভিনেত্রী। সেটিও মুক্তি পাবে এ বছরই।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে দর্জি শ্রমিক নেতৃবৃন্দের চাঁদার প্রতিবাদে মালিক সমিতির মানববন্ধন

ভারতে মুক্তি পাচ্ছে জয়া আহসান অভিনীত ” পুতুলনাচের ইতিকথা “

প্রকাশের সময়ঃ ১১:১৬:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

বিনোদনঃ জয়া আহসান অভিনীত ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমাটির প্রিমিয়ার হয়েছিল ৬ ফেব্রুয়ারি, রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সিনেমাটি উৎসবের বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছিলো। উৎসবে অংশ নিতে জয়া তখন গিয়েছিলেন নেদারল্যান্ডসের রটারড্যামে। জানিয়েছিলেন, সিনেমাটি বিদেশি দর্শক খুবই উপভোগ করেছেন এবং ভূয়সী প্রশংসা করেছেন।

এবার ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। এই সিনেমার নির্মাতা সুমন মুখোপাধ্যায় খবরটি নিজেই জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

৬ জুলাই, তিনি নিজের ফেসবুক ওয়ালে খবরটি জানিয়ে একটা পোস্ট দেন। সেখানে এই নির্মাতা লিখেছেন, “পুতুলনাচের ইতিকথা’ মুক্তি পাচ্ছে ১ আগস্ট। অবশেষে ৭ বছর বাদে আমার ছবি কলকাতায় মুক্তি পাচ্ছে।”

এরপর তিনি লিখেছেন, ‘রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে গত ফেব্রুয়ারি মাসে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবার পর শেষ পর্যন্ত কলকাতায় মুক্তি পাচ্ছে সিনেমাটি। মানিক বন্দ্যোপাধ্যায়ের এই কালজয়ী উপন্যাস প্রথম প্রকাশ পায় ধারাবাহিক ভাবে ১৯৩৪ থেকে ১৯৩৫। এই উপন্যাস রচনার ৯০ বর্ষপূর্তিতে মুক্তি পাচ্ছে আমাদের ছবি। এই ছবি বানানোর প্রথম চেষ্টা করেছিলাম ২০০৮ সালে। কিন্তু নানা কারণে আটকে গেছে।’

নির্মাতা লিখেছেন, “ছবিটি যখন ১৪ বছরেও বানাতে পারিনি তখন প্রায় হাল ছেড়ে দিয়েছিলাম। কিন্তু নবারুণদার যুদ্ধ পরিস্থিতি উপন্যাসের একটা লাইন আমাকে আবার চাগিয়ে তুলল… ‘হতাশ আর ভগ্নোদ্যম সেই সব মানুষ পুতুলের  যান্ত্রিক জীবনের অপরূপ কাহিনী পুতুলনাচের ইতিকথা’। মনে হল এতো  আমাদের সময়ের কথা। আবার উঠে পড়ে লাগলাম। শেষ পর্যন্ত সমীরণ দাস এবং ক্যালাইডোস্কোপ এগিয়ে এলো এই ছবি প্রযোজনা করতে। যদিও ২০২২-এ শুটিং শেষ করলেও প্রায় ৩ বছরের বেশি সময় লেগে গেল এই ছবি শেষ করতে। কিন্তু সবচেয়ে বড় কথা, ছবিটি মুক্তি পাচ্ছে।”

এদিকে, জয়া আহসান এই সিনেমায় কাজ করা প্রসঙ্গে এর আগে বলেছিলেন, “সুমন মুখোপাধ্যায় একজন গুরুত্বপূর্ণ নির্মাতা। তার নির্মিত ‘হারবার্ট’ আমার  অসম্ভব পছন্দের একটা ফিল্ম। ‘পুতুল নাচের ইতিকথা’ বাংলা সাহিত্যের অন্যতম একটি সৃষ্টি। কুসুম চরিত্রটি যে কোন অভিনেত্রীর জন্য কাঙ্ক্ষিত। বেশকিছু ভালো অভিনয়শিল্পীর সাথে কাজ করবো। অনন্যা চট্টোপাধ্যায় তো আমার খুবই পছন্দের একজন অভিনেত্রী। আবীর আছে, পরমব্রত আছে, ধৃতিমান আছেন আমার মনে হয় কাজটা ভালো হবে। সুমন মুখোপাধ্যায়ের প্রতি ওই আস্থা রাখাই যায়।“

স্বাধীনতার পূর্ববর্তী সময়কে ফ্রেমবন্দি করেছেন সুমন। তিরিশের দশকের শেষের দিক থেকে চল্লিশের দশকের শুরু পর্যন্ত।

তিনি এ বিষয়ে বলেছিলেন, ‘মূল  উপন্যাসে সময়টা আরও পিছনে ছিল, আমি খানিকটা এগিয়ে  এনেছি। তা ছাড়া উপন্যাসের সব কিছু ছবির চালচিত্রে ধরানো সম্ভব নয়। দুটো মাধ্যমের চলন আলাদা। আমি চারিত্রিক রসায়নের উপরে বেশি জোর দিয়েছি।’

বলা প্রয়োজন, সিনেমায় কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আর শশী ও কুমুদের চরিত্রে দেখা যাবে আবীর চট্টোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায়কে।

এছাড়া সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ধৃতিমান চট্টোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখার্জি, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, সুব্রতনাথ মুখোপাধ্যায় প্রমুখ।

উল্লেখ্য, জয়া আহসান অভিনীত ওপার বাংলার সিনেমা ‘ডিয়ার মা’ মুক্তি পাচ্ছে ১৮ জুলাই। তাছাড়া, কৌশিক গাঙ্গুলীর নির্মাণে ‘আজও অর্ধাঙ্গিনী’তে কাজ করছেন এই অভিনেত্রী। সেটিও মুক্তি পাবে এ বছরই।