০৯:০২ অপরাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সাভারে সরকারি জমি উচ্ছেদের নোটিশ দিতে গিয়ে হামলার শিকার ভূমি কর্মকর্তা

 

সাভারঃ সাভারে সরকারি জমি উদ্ধারে নোটিশ দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন ভূমি অফিসের কর্মকর্তারা। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় এক কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম জাহাঙ্গীর আলম । তিনি সাভার ভূমি অফিসের আওতাধীন ফুলবাড়িয়া তহশিলের ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জহিরুল ইসলাম।

বুধবার দুপুরে সাভারে শ্যামলাসি কলাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত ভূমি কর্মকর্তা জাহাঙ্গীর আলম সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার বিনুটিয়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে।

স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তারা জানান, দীর্ঘ দিন ধরেই ওই এলাকায় একটি মহল সরকারি খাস জমি দখল করে ভোগ দখল করে আসছিলেন। সেই জমি অবৈধ দখলদার থেকে উচ্ছেদে নোটিশ দিতে ভূমি অফিসের ৭ জন কর্মকর্তা কর্মচারী সেখানে যাওয়া মাত্রই ‘মব’ তৈরি করে তাদের ওপর অতর্কিতে হামলা চালানো হয়। এক পর্যায়ে অন্যরা দৌড়ে নিরাপদ দূরত্বে চলে গেলেও ভূমি সহকারী কর্মকর্তা জাহাঙ্গীরকে ধরে তার মাথায় ইট দিয়ে থেতলে দেয়া হয়। এ ছাড়াও গণপিটুনীর মতো পরিস্থিতি তৈরি করে সারা দেহে আঘাত করা হয়।

সঙ্গীহীন অবস্থায় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসেন।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক ডা.মিরাজুর রেহান পাভেল জানান, আহত ভূমি কর্মকর্তার অবস্থা গুরুতর। সারা দেহে জখম অবস্থায় তাকে নিউরো আইসিইউতে ভর্তি করা হয়েছে। জরুরী ভিত্তিতে তাকে সিটি স্ক্যান করানো হচ্ছে।

‘মব’ তৈরি করে সরকারি কর্মকর্তাদের হামলার বিষয়ে স্থানীয় কর্মকর্তা কর্মচারীদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে।এ ঘটনায় সাভার মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে। তবে জড়িতের কেউ এখনো গ্রেপ্তার হয়নি।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে দর্জি শ্রমিক নেতৃবৃন্দের চাঁদার প্রতিবাদে মালিক সমিতির মানববন্ধন

সাভারে সরকারি জমি উচ্ছেদের নোটিশ দিতে গিয়ে হামলার শিকার ভূমি কর্মকর্তা

প্রকাশের সময়ঃ ০৬:০৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

 

সাভারঃ সাভারে সরকারি জমি উদ্ধারে নোটিশ দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন ভূমি অফিসের কর্মকর্তারা। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় এক কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম জাহাঙ্গীর আলম । তিনি সাভার ভূমি অফিসের আওতাধীন ফুলবাড়িয়া তহশিলের ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জহিরুল ইসলাম।

বুধবার দুপুরে সাভারে শ্যামলাসি কলাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত ভূমি কর্মকর্তা জাহাঙ্গীর আলম সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার বিনুটিয়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে।

স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তারা জানান, দীর্ঘ দিন ধরেই ওই এলাকায় একটি মহল সরকারি খাস জমি দখল করে ভোগ দখল করে আসছিলেন। সেই জমি অবৈধ দখলদার থেকে উচ্ছেদে নোটিশ দিতে ভূমি অফিসের ৭ জন কর্মকর্তা কর্মচারী সেখানে যাওয়া মাত্রই ‘মব’ তৈরি করে তাদের ওপর অতর্কিতে হামলা চালানো হয়। এক পর্যায়ে অন্যরা দৌড়ে নিরাপদ দূরত্বে চলে গেলেও ভূমি সহকারী কর্মকর্তা জাহাঙ্গীরকে ধরে তার মাথায় ইট দিয়ে থেতলে দেয়া হয়। এ ছাড়াও গণপিটুনীর মতো পরিস্থিতি তৈরি করে সারা দেহে আঘাত করা হয়।

সঙ্গীহীন অবস্থায় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসেন।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক ডা.মিরাজুর রেহান পাভেল জানান, আহত ভূমি কর্মকর্তার অবস্থা গুরুতর। সারা দেহে জখম অবস্থায় তাকে নিউরো আইসিইউতে ভর্তি করা হয়েছে। জরুরী ভিত্তিতে তাকে সিটি স্ক্যান করানো হচ্ছে।

‘মব’ তৈরি করে সরকারি কর্মকর্তাদের হামলার বিষয়ে স্থানীয় কর্মকর্তা কর্মচারীদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে।এ ঘটনায় সাভার মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে। তবে জড়িতের কেউ এখনো গ্রেপ্তার হয়নি।