
শেরপুরঃ শেরপুরে পোষাক তৈরি দর্জি মালিক সমিতির সদস্য ও সৌদি টেইলার্স এন্ড ফেব্রিক্স এর মালিক মো. সোহেল রানার কাছে গত ৬ জুলাই দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি আল মামুন ও একই সংগঠনের সাধারণ সম্পাদক রহিজ মিয়া কর্তৃক ১০ হাজার টাকা চাঁদা দাবি ও হুমকি দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দর্জি মালিক সমিতির সদস্যরা।
বুধবার (০৯ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় গেইটে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধন কর্মসূচিতে আসা সৌদি টেইলার্সের মালিক সোহেল রানা জানান, শেরপুর জেলা দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আল মামুন ও সাধারণ সম্পাদক মো. রহিজ মিয়া পর্যায়ক্রমে আমার টেইলার্সে থাকা শ্রমিকদের কাজ না করার জন্য বলেন।
এছাড়াও আমাকে ১০ হাজার টাকা চাঁদার জন্য চাপ দিতে থাকেন এবং হুমকি প্রদর্শন করে। এঘটনা আমি দর্জি মালিক সমিতির নেতৃবৃন্দদের অবহিত করি পরে তারা শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং সাধারণ সম্পাদকের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য এক মানববন্ধন কর্মসূচি পালন করেন।
অপরদিকে মানববন্ধন কর্মসূচি শেষে সংগঠনটির সভাপতি নেপাল চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক মূসা আলম সরকারের নেতৃত্বে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য শেরপুরের পুলিশ সুপারের কাছে স্মারক লিপি প্রদান করা হয়।
এবিষয়ে দর্জি শ্রমিক ইউনিয়নে সাধারণ সম্পাদক রহিজ মিয়া সাংবাদিকদের জানান, আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটি সঠিক না। বরং সে আমার শ্রমিকদের গত ৬ জুলাই কাজকর্ম বন্ধ করে দেন। মূলত সেটি জানার জন্যই আমরা সেখানে গিয়েছিলাম। উভয় পক্ষের সাথে হালকা তর্ক বির্তক হয়েছে এছাড়া আর কিছুনা।