
নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের কাচঁপুরে ১২ কেজী গাঁজা ও পিকআপসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়।
শনিবার (১২ জুলাই)দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন (ওসি) ওয়াহিদ মোরশেদ।
শুক্রবার (১১ জুলাই) রাত ১১ টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী লেনে লাঙ্গলবন্দ ব্রীজের পশ্চিম পার্শ্বে চেকপোষ্ট বসিয়ে গাড়ী চেকপোস্ট চলাকালীন পিকআপ যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন-২০-৩৪৩৫ গাড়ীটিকে রাস্তার পার্শ্বে দাড় করিয়ে তল্লাশি চালিয়ে ১২ কেজী গাজাসহ দুই কারবারিকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, নেত্রকোনা জেলার বারহাট্রা থানাট অতীতপুর গ্রামের আ: গনির ছেলে আ: হাসি(২৮) ও লালমানিরহাট সদর থানার হিরামানিক এলাকার মকবুল হোসেনের ছেলে শাকিনুর রহমান(২৬)।
কাঁচপুর হাইওয়ে থানার (ওসি) ওয়াহিদ মোরশেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই মতিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী লেনে লাঙ্গলবন্দ ব্রীজের পশ্চিম পার্শ্বে চেকপোষ্ট বসিয়ে ১২ কেজী গাঁজা ও একটি পিকআপসহ দুই মাদক কারবারীকে আটক করা হয়।