সাভারঃ আশুলিয়ায় একটি নির্মাণাধীন বাড়ির সেফটি ট্যাংকির ভিতর থেকে আট বছরের শিশু বায়জিদ ইসলামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে সেফটি ট্যাংকির ভিতর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে আশুলিয়ার জিরানীর কোনাপাড়া পুকুরপাড় এলাকার রোজেল মিঞার আট বছরের শিশু ছেলে বায়জিদ ইসলাম নিখোঁজ হয়।
পরে খোজাঁখুজির এক পর্যায়ে পুকুরপাড় এলাকার বিকেএসপি পাবলিক স্কুলের শিক্ষিকা নাসরিন খানমের নির্মাণাধীন বাড়ির সেফটি ট্যাংকির ভিতরে তার লাশ দেখতে পাওয়া যায়।
পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে। শিশুটির বাবা জানায়, পূর্ব শক্রুতার জের ধরে দুর্বৃওরা তার শিশু সন্তানকে হত্যা করে লাশ গুম করার জন্য সেফটি ট্যাংকের ভিতরে ফেলে যায়। হত্যাকান্ডের রহস্য উৎঘাটনে কাজ করছে পুলিশ।
এবিষয়ে আশুলিয়া থানার এস আই আকরাম বলেন, হত্যাকান্ডের রহস্য উৎঘাটনে কাজ করছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho