
সাতক্ষীরাঃ জাতীয় নাগরিক পার্টির সংস্কার, বিচার ও নতুন সংবিধান চেয়েছে-নাহিদ ইসলাম। দুর্নীতি-চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা-সারজিল আলম।
যেখানে চাঁদাবাজ সেখানেই প্রতিরোধ -হাসনাত আব্দুল্লাহ।
সাতক্ষীরায় শহীদ আসিফ চত্বরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘জনতার দুয়ারে জুলাই’ পদযাত্রা। সংস্কার, বিচার ও নতুন সংবিধানের দাবিতে এই কর্মসূচিতে অংশ নেন এনসিপির কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম, সারজিল আলম, হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় পর্যায়ের ১৫০ জনেরও বেশি নেতা।
পথযাত্রা উপলক্ষে সকাল ৯টা থেকেই সাতক্ষীরার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা শহীদ আসিফ চত্বরে জমায়েত হন তবুও প্রচণ্ড গরম উপেক্ষা করে তারা জাতীয় পতাকা মাথায় বেঁধে ও ফেস্টুন হাতে অবস্থান নেন। নেতাকর্মীদের মধ্যে ছিল দারুণ উদ্দীপনা ও আবেগ। প্রিয় নেতা নাহিদ ইসলামকে কাছে পেতে অনেকেই দীর্ঘসময় অপেক্ষায় ছিলেন।দুপুর ১টা থেকে পথযাত্রা আনুষ্ঠানিক শুরু হয়।
পদযাত্রার শুরুতেই ২৪ শে গণআন্দোলনে শহীদ ও আহতদের স্মরণ করা হয়। শহীদ আসিফকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেন নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, জাতীয় নাগরিক পার্টি সংস্কার বিচার ও একটি নতুন সংবিধানের দাবি জানিয়েছে। কিন্তু একটি মহল এটি মানতে না পেরে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা পুরাতন দুষ্টু ব্যবস্থাকে আঁকড়ে ধরে রাখতে চায়। তারা চাঁদাবাজ রক্ষা করে, সংস্কার চায় না।
তিনি আরও বলেন, চাঁদাবাজদের ভয় পাই না। বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। স্বাধীনতার ৫৪ বছরেও সাতক্ষীরায় রেললাইন না থাকাটা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। এনসিপিকে কয়েকটি আসন দিয়ে কেনা যাবে না।
এসময় আরেক নেতা সারজিল আলম বলেন, বাংলাদেশের সকল দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে এনসিপি যুদ্ধ ঘোষণা করেছে। চারদিকে তখন স্লোগানে মুখর ছিল শহীদ আসিফ চত্বর।
নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, যেখানে চাঁদাবাজ, সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সাতক্ষীরা জেলা এনসিপির নেতারা। বক্তারা জনতার পাশে থেকে দেশের শাসনব্যবস্থা পরিবর্তনের অঙ্গীকার করেন।
এই পথযাত্রা জনতার প্রত্যাশা ও পরিবর্তনের অঙ্গীকার করেন।দুপুর ২ টায় আল বারাকা শপিং সেন্টার দ্বিতীয় তলায় সাতক্ষীরা জেলায় এনসিপির অফিস উদ্বোধন করা করেন।