
মানিকগঞ্জঃ মানিকগঞ্জের শিবালয় উপজেলায় এসএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়ায় তানহা আক্তার (১৬) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।
শনিবার (১২ জুলাই) বিকেলে উপজেলার আরুয়া ইউনিয়নের ধুতুরাবাড়ি গ্রামে নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
তানহা নালী বড়রিয়া কৃষ্ণচন্দ্র উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার পিতা মো. মনতাজ আলী উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
জানা গেছে, তানহা এবারের এসএসসি পরীক্ষায় ৪.৯৫ জিপিএ নিয়ে পাস করেন। অথচ তিনি পূর্বে বিদ্যালয়ের ক্লাস পরীক্ষাগুলোতে নিয়মিতভাবে প্রথম স্থান অধিকার করতেন। ১০ জুলাই প্রকাশিত ফলাফলে বিদ্যালয় থেকে ১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করলেও নিজের কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন তানহা।
ফল প্রকাশের পরদিন ঢাকা থেকে বাবা মনতাজ আলীর সঙ্গে তানহা বাড়িতে ফিরে আসেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ফলাফল প্রকাশের পর থেকেই মেয়েটি হতাশায় ভুগছিল। শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে পরিবারের সকলের অগোচরে তানহা নিজ ঘরের জানালার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, “জিপিএ-৫ না পাওয়ায় শিক্ষার্থী তানহা আত্মহত্যা করেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।”
এ ঘটনায় এলাকায় ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।