সাভারঃ সাভারের আশুলিয়ায় অপহরণের পর জীবন শেখ নামের ১২ বছরের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার দায়ে রাব্বানী (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৩ জুলাই) দুপুরে আশুলিয়া থানা প্রাঙ্গনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির। এর আগে আজ ভোরে আশুলিয়ার কাঠগড়ার একটি জঙ্গল থেকে নিহত জীবন শেখের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত জীবন শেখ গোপালগঞ্জ জেলা সদরের বাওর গাতি এলাকার মোঃ মজিবুর শেখের ছেলে। সে বাবা মায়ের সাথে আশুলিয়ার কাঠগড়া এলাকায় বসবাস করতো।
গ্রেপ্তার রাব্বানী নওগাঁ জেলার মান্দা থানার ছুতিপুর গ্রামের মিলন মোল্লার ছেলে।
পুলিশ জানায়, গত ১০ জুলাই জীবন শেখকে অপহরণ করে নিজ হেফাজতে রাখে রাব্বানী। পরে জীবনের বাবা মজিবুর রহমানের মুঠোফোনে ফোন করে মুক্তিপন দাবি করে রাব্বানী। এঘটনায় জীবনের বাবা থানায় উপস্থিত হয়ে মামলা দায়ের করলে পুলিশ অভিযান শুরু করে। অভিযানের এক পর্যায়ে আজ ভোরে রাব্বানীকে গ্রেপ্তার করে জীবনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছেন যে, কথা কাটাকাটির জেরে জীবনকে অপহরণ করে গলা কেটে হত্যা করে রাব্বানী। পরে আশুলিয়ার গলাকাটা মোড় নামক স্থানে জীবনের মরদেহ ফেলে যায়।
তিনি আরও বলেন, গ্রেপ্তার রাব্বানীকে দুপুরেই আদালতে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho