০১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জে শিশু ধর্ষণ মামলা একজনের মৃত্যুদন্ড

 

মানিকগঞ্জঃ মানিকগঞ্জ পৌরসভার পূর্ব দাশড়া এলাকায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে আনোয়ার হোসেন নামে ৪৫ বছরের এক ব্যক্তির মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাঁকে এক লাখ টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।

রোববার (১৩ জুলাই) দুপুরে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম এ হামিদ এ রায় ঘোষনা করেন।
বিষয়টি নিশ্চিত করেন রাট্রপক্ষের উকিল সরকারি পিপি হুমায়ুন কবির।

মৃত্যুদন্ডপ্রাপ্ত ব্যক্তির বাড়ি যশোর সদর উপজেলায়। তিনি মানিকগঞ্জ পৌর এলাকার একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন। আসমীর উপস্থিতিতে আদালতে এ রায় ঘোষণা করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি দন্ডপ্রাপ্ত ব্যক্তির নিকটজন। ২০১৯ সালের ৩১ আগস্ট রাতে তিনি শিশুটিকে ধর্ষণ করেন। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ওই ব্যক্তিকে আসামি করে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি
তদন্ত করেন সদর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান ।
এ মামলায় ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি তদন্ত কর্মকর্তা আসামির বিরুদ্ধে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগপত্র জমা দেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি পিপি হুমায়ুন কবির।

Tag :
About Author Information

জনপ্রিয়

শার্শায় শিয়ালের ফাঁদে কৃষকের মৃত্যু’ মামলা না করতে ভয় দেখানোর অভিযোগ!

মানিকগঞ্জে শিশু ধর্ষণ মামলা একজনের মৃত্যুদন্ড

প্রকাশের সময়ঃ ০৬:০৯:২৬ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

 

মানিকগঞ্জঃ মানিকগঞ্জ পৌরসভার পূর্ব দাশড়া এলাকায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে আনোয়ার হোসেন নামে ৪৫ বছরের এক ব্যক্তির মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাঁকে এক লাখ টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।

রোববার (১৩ জুলাই) দুপুরে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম এ হামিদ এ রায় ঘোষনা করেন।
বিষয়টি নিশ্চিত করেন রাট্রপক্ষের উকিল সরকারি পিপি হুমায়ুন কবির।

মৃত্যুদন্ডপ্রাপ্ত ব্যক্তির বাড়ি যশোর সদর উপজেলায়। তিনি মানিকগঞ্জ পৌর এলাকার একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন। আসমীর উপস্থিতিতে আদালতে এ রায় ঘোষণা করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি দন্ডপ্রাপ্ত ব্যক্তির নিকটজন। ২০১৯ সালের ৩১ আগস্ট রাতে তিনি শিশুটিকে ধর্ষণ করেন। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ওই ব্যক্তিকে আসামি করে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি
তদন্ত করেন সদর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান ।
এ মামলায় ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি তদন্ত কর্মকর্তা আসামির বিরুদ্ধে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগপত্র জমা দেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি পিপি হুমায়ুন কবির।