
টাঙ্গাইনঃ টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের ৩টি ব্রেড অ্যান্ড বিস্কুট কারখানায় ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার (১৩ জুলাই) বিকেলে মধুপুর পৌরশহরের হেনা কনফেকশনারি, আশা ফুডস এবং আরিফ ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। হেনা কনফেকশনারির ফ্যাক্টরির ভেতরে যেখানে বিস্কুট-ব্রেড প্রস্তুত করা হয়, তার পাশেই খোলা টয়লেট রয়েছে ।
এছাড়া সেখানে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্য তৈরী হচ্ছে । আশা ফুডস ২০১৪ সালের পর থেকে বিএসটিআই এর লাইসেন্স নবায়ন না করলেও পণ্যের মোড়কে বিএসটিআই এর লোগো ব্যবহার করে আসছে । আরিফ ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিতে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন করতে দেখা যায়। পাউরুটির ওপর অসংখ্য মাছি দেখতে পাওয়া যায়।
এ সকল অপরাধে তিনটি ফ্যাক্টরিকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে মোট ৪৫,০০০/ (পঁয়তাল্লিশ) হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।
এসময় প্রসিকিউশন প্রদান করেন বিএসটিআই গাজীপুর এর ফিল্ড অফিসার (সিএম) অর্ণব চক্রবর্তী। মোবাইল কোর্ট পরিচালনার সময সহযোগিতায় ছিল মধুপুর সেনা ক্যাম্পের একটি দল।