
নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন,আওয়ামী‘লীগ আর কোন দিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না।
দেড় থেকে দুই হাজার মানুষকে হত্যা করে যে গণহত্যার নজির স্থাপন করেছেন সেই গণহত্যার দায়ে তো, আপনার ফাঁসি হবে, আপনার মন্ত্রী, এমপিদের ফাঁসি হবে সুতরাং আওয়ামী‘লীগ আরো কোনদিন বাংলার বুকে রাজনীতি করার সুযোগ পাবে না।
রোববার ( ১৩ জুলাই) বিকালে সিদ্ধিরগঞ্জের ৭নং ওয়ার্ড বিএনপি‘র আয়োজিত নতুন সদস্য সংগ্রহ নবায়ন এবং জুলাই গণঅভ্যুত্থান শহীদদের স্মরণে দোয় মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।
নাসিক ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোশারফ হোসেন ভূইয়ার সভাপতিত্বে ও ৭নং ওয়ার্ড যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মিয়ার সার্বিক ব্যবস্থাপনায় উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি এ্যাডঃ রাকিবুর রহমান সাগর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজ, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খোকন, ৭নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, আক্তারুজ্জামান মৃধা, জুয়েল রানা ও মনির হোসেন।
আরও উপস্থিত ছিলেন, মাজারুল ইসলাম মালি, শহা-আলম, জসিম উদ্দিন, নয়ন, মোক্তার ও সুমন। অনুষ্ঠানের পরিচালনা করেন ৭নং ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক মাসুদ রানা ও গাজী শফিকুল ইসলাম মিন্টু অনেকে।