গাজিপুরঃ গাজীপুর মহানগরের কাশিমপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তাহাজ উদ্দিন মোল্লাকে (৪৫) ১০ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ ও অপহরণ মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
১৩ জুলাই রোববার গাজীপুর নারী ও শিশু আদালতের বিচারক ওই রায় দিয়েছেন।তাহাজ উদ্দিন মোল্লা গাজীপুর মহানগরীর বারেন্ডা এলাকার কফিল উদ্দিন মোল্লার ছেলে।
কাশিমপুর এলাকায় দশম শ্রেণীর এক শিক্ষার্থীকে গত ৪ এপ্রিল বাড়ির পাশ থেকে অপহরণ করে জোরপূর্বক ধর্ষণ করা হয়। ওই ঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে কাশিমপুর থানায় ধর্ষণ ও অপহরণের অভিযোগে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় শিক্ষার্থী আদালতে আসামি বিএনপি নেতা তাহাজ উদ্দিন মোল্লা ঘটনার সঙ্গে জড়িত বলে জবানবন্দি দেয়।
রোববার দুপুরে তিনি গাজীপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালতের বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিন জানান তাহাজ উদ্দিন মোল্লা গ্রেফতার হয়েছে এ বিষয়ে আমি অবগত নাই। প্রতিবেদককে জানান আপনার মাধ্যমে জানতে পারলাম। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, মামলার ভিকটিমের জবানবন্দিতে তাহাজ উদ্দিন এর নাম আসায় আদালতে তাহাজ উদ্দিন মোল্লা জামিন চাইলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho