
টাঙ্গাইলঃ টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনা কমাতে এবং সড়ক পরিবহন আইন-২০১৮ এর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে সোমবার(১৪ জুলাই) মধুপুর উপজেলার গোলাবাড়ি বাসস্ট্যান্ডে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনার সময় বাস, ট্রাক, সিএনজি ও মোটরবাইক চালকদের থামিয়ে ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সনদ, রুট পারমিট, রেজিস্ট্রেশনসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করা হয়। এসময় আইন অমান্যের অভিযোগে মোট ৭টি মামলা দায়ের করে ৭ জন চালককে মোট ৪৬,৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। প্রসিকিউশন প্রদান করেন এনামুল হক, মোটরযান পরিদর্শক, বিআরটিএ, টাঙ্গাইল। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন মধুপুর সেনাক্যাম্পের একটি সেনা দল।
এসময় আয়োজকরা জানান, এ ধরনের অভিযান অব্যাহত রেখে সড়ক দুর্ঘটনা রোধ এবং আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য সবাইকে সচেতন করতে কাজ করা হবে।